আজ শেষ সুযোগ, OnePlus Nord CE 3 5G হাজার হাজার টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ

আপনারা যারা নতুন স্মার্টফোন কিনতে চান কিন্তু এখনো কেনেননি তারা ঝটফট চলে যান Amazon ওয়েবসাইটে। নাহলে সস্তায় হ্যান্ডসেট কেনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন! আসলে আজ…

আপনারা যারা নতুন স্মার্টফোন কিনতে চান কিন্তু এখনো কেনেননি তারা ঝটফট চলে যান Amazon ওয়েবসাইটে। নাহলে সস্তায় হ্যান্ডসেট কেনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন! আসলে আজ হল Amazon আয়োজিত ‘Great Summer Sale’ -এর শেষ দিন। আর শেষ মুহূর্তে এসেও ই-কমার্স প্ল্যাটফর্মটি একাধিক লোভনীয় ডিল দিচ্ছে ক্রেতাদের জন্য। গত বছর আত্মপ্রকাশ করা OnePlus Nord CE 3 5G মডেলটি এখন অতিশয় সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে। এটি একটি মিড-রেঞ্জের হ্যান্ডসেট হলেও, আপনারা বাজেট ফোনের দামে পেয়ে যাবেন। এর সাথে বাম্পার ডিসকাউন্ট ও নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। সর্বোপরি এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে ১,৩০০ টাকারও কম খরচ করে এই 5G হ্যান্ডসেট পকেটস্থ করা সম্ভব।

Amazon Great Summer Sale : OnePlus Nord CE 3 5G স্মার্টফোন অফার

অ্যামাজন আয়োজিত সেলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে ১৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। জানিয়ে রাখি এর আসল দাম ২৬,৯৯৯ টাকা। অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ থাকছে ফ্লাট ৮,০০০ টাকা।

যেসকল ক্রেতারা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন তারা ৮৫৬ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার কিস্তিতে টাকা শোধ করতে চাইলে মাসিক ৯২১ টাকার নো-কস্ট ইএমআই বিকল্প উপলব্ধ। এছাড়া পুরোনো মোবাইল আপগ্রেড করে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি কিনলে ১৭,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে আপনারা ১,২৯৯ টাকায় হ্যান্ডসেটটি বাড়ি নিয়ে আসতে পারবেন।

OnePlus Nord CE 3 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন হল পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৫০ নিট পিক ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও, ৯৩.৪% স্ক্রিন-টু-বডি রেশিও, ১০-বিট কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর এবং অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩.১ কাস্টম স্কিনে রান করে। এই ডিভাইসে ১২ জিবি পর্যন্ত LPDDR4X র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ মিলবে। মাইক্রো-এসডি কার্ডের সুবিধা উপলব্ধ থাকছে না এই ফোনে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus Nord CE 3 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, OIS PDAF প্রযুক্তি ও এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার ডিভাইসের সামনে এফ/২.৪ অ্যাপারচার যুক্ত ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই মডেলে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে – 5G SA/NSA, 4G VoLTE, ডুয়াল-সিম কার্ড স্লট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফিসি, জিপিএস / এ-জিপিএস, বিডিএস, গ্লোনাস, গ্যালিলিও, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট৷ সিকিউরিটির জন্য ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পরিশেষে OnePlus Nord CE 3 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।