5000mAh ব্যাটারি ও 6GB র্যামযুক্ত Realme 11X 5G-র আজ সেল, পাবেন একাধিক বিশেষ অফার
বর্তমানে গোটা দেশই 5G নেটওয়ার্কময়! এমতাবস্থায় আপনি যদি এখন কম খরচে একটি নতুন 5G স্মার্টফোন কেনার প্রস্তুতি নেন, তাহলে...বর্তমানে গোটা দেশই 5G নেটওয়ার্কময়! এমতাবস্থায় আপনি যদি এখন কম খরচে একটি নতুন 5G স্মার্টফোন কেনার প্রস্তুতি নেন, তাহলে এই খবরটি আপনার কাজে লাগতে পারে। আসলে, জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Realme অতিসম্প্রতি (পড়ুন মাত্র দুদিন আগে) দু-দুটি নতুন স্মার্টফোন Realme 11X 5G এবং Realme 11 5G লঞ্চ করেছে। এর মধ্যে আজ অর্থাৎ ২৫শে আগস্ট Realme 11X 5G মডেলের সেল। আর এই সেলে লেটেস্ট স্মার্টফোনটি আপনি কিছুটা ছাড়ে হাতের মুঠোয় পেয়ে যাবেন, কারণ কোম্পানি নিজের অ্যানিভার্সারি উপলক্ষে কিছু বিশেষ অফার দেবে বলে জানিয়েছে। তো আসুন দেখে নিই Realme 11X 5G-তে ঠিক কী অফার পাওয়া যাবে এবং এতে কী কী ফিচার বা স্পেসিফিকেশন আছে।
Realme 11X 5G-র দাম, সেল ও অফার
রিয়েলমি ১১এক্স ৫জি স্মার্টফোনটি গতপরশু লঞ্চের সাথে সাথেই সেলের জন্য উপলব্ধ হয়েছিল। এক্ষেত্রে ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা (MRP ১৬,৯৯৯ টাকা), যেখানে এর ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি ১৫,৯৯৯ টাকায় মিলবে। এটি কোম্পানির অফিসিয়াল সাইট এবং ফ্লিপকার্ট (Flipkart) উভয় জায়গা থেকেই কেনা যাবে। তবে আগামীকাল কোম্পানির অ্যানিভার্সারি সেলে তাদের সাইট থেকে এই নতুন রিয়েলমি ফোনের বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনলে ১,০০০ টাকার কুপন পাওয়া যাবে। সাথে ২ গুণ (2x) কয়েন রিওয়ার্ডের সুবিধাও পাবেন ক্রেতারা। এছাড়া কোম্পানি তার বিশেষ মেম্বারদের ৪,৫০০ টাকার জিও (Jio) বেনিফিটসহ একচেটিয়া কিছু অফারও দেবে।
উল্লেখ্য, রিয়েলমি ১১এক্স ৫জি ফোন এবং তার সাথে এইসব অফার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আজ দুপুর ১২:৩০ থেকে লাইভ হবে।
Realme 11X 5G-এর স্পেসিফিকেশন
রিয়েলমি ১১এক্স ৫জি স্মার্টফোনে ৬.৭২-ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০×২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৫৫০ নিট। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৬এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, যেখানে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি স্টোরেজের বিকল্প পাওয়া যাবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। ফটোগ্রাফিক ফিচারের কথা বললে এই রিয়েলমি স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন।