Lava Agni 2 5G: চীনা ব্র্যান্ডদের টক্কর দিতে আসছে দেশী স্মার্টফোন! থাকবে শক্তিশালী প্রসেসর ও 50MP ক্যামেরা

লাভা (Lava) হল একমাত্র ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড, যারা বাজারে অন্যান্য বিদেশি ব্র্যান্ডের সাথে তাল মিলিয়ে ধারাবাহিকভাবে নতুন মডেল লঞ্চ করে থাকে। ২০২১ সালের শেষের দিকে…

লাভা (Lava) হল একমাত্র ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড, যারা বাজারে অন্যান্য বিদেশি ব্র্যান্ডের সাথে তাল মিলিয়ে ধারাবাহিকভাবে নতুন মডেল লঞ্চ করে থাকে। ২০২১ সালের শেষের দিকে Agni 5G লঞ্চ করার পর, কোম্পানিটি এখন এর উত্তরসূরি মডেল বাজারে আনার জন্য পরিকল্পনা করছে বলে জানা গেছে। এটি Lava Agni 2 5G নামে আত্মপ্রকাশ করবে। কয়েকদিন আগেই ফোনটির প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ বিবরণই প্রকাশ্যে এসেছিল৷ আর এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে সেটি। আসুন তাহলে এই বেঞ্চমার্ক তালিকা থেকে Lava Agni 2 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Lava Agni 2 5G-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে

টিপস্টার পারস গুগলানি জানিয়েছেন যে, LXX504 মডেল নম্বর সহ একটি নতুন লাভা স্মার্টফোন গিকবেঞ্চ (Geekbench)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। তার মতে, এই ডিভাইসটি সম্ভবত আসন্ন লাভা অগ্নি ২ ৫জি। গিকবেঞ্চের তালিকা অনুযায়ী, হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম সাথে যুক্ত থাকবে। এছাড়াও, জানা গেছে এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

জানিয়ে রাখি, এর আগে একটি রিপোর্টেও দাবি করা হয়েছিল যে লাভা অগ্নি ২ ৫জি-তে ডাইমেনসিটি ১০৮০ প্রসেসরটি ব্যবহার করা হবে। তবে, এই প্রথম ডিভাইসটির সফ্টওয়্যার সম্পর্কে জানা গেল এবং সৌভাগ্যক্রমে, ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট সংস্করণের সাথেই বাজারে আসবে।

এছাড়া, অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Lava Agni 2 5G-তে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য, Agni 2 5G-এর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যাবে।

হ্যান্ডসেটটি একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Lava Agni 2 5G বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বহন করবে। লাভার এই আসন্ন ৫জি ফোনটি আগামী এপ্রিল মাসে ২০,০০০- ২৫,০০০ টাকা দামে এদেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।