চীনা ব্র্যান্ডদের টেক্কা দিতে Lava-র হাতে মোক্ষম অস্ত্র, দুর্দান্ত ফিচার সহ নয়া 5G ফোন আনছে
ভারতের অন্যতম স্মার্টফোন নির্মাতা লাভা (Lava) ২০২১ সালে এদেশের বাজারে Lava Agni 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। আর এখন...ভারতের অন্যতম স্মার্টফোন নির্মাতা লাভা (Lava) ২০২১ সালে এদেশের বাজারে Lava Agni 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। আর এখন সূত্র মারফত জানা গিয়েছে যে, কোম্পানি Lava Agni-এর উত্তরসূরি, Lava Agni 2 5G ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ এছাড়াও, অনুমান করা হচ্ছে যে, লাভা এবার তাদের Agni লাইনআপের অধীনে একটি Pro ভ্যারিয়েন্টও বাজারে আনতে পারে। Pro মডেলের ফিচার প্রকাশ না হলেও স্ট্যান্ডার্ড Lava Agni 2-এর দাম এবং স্পেসিফিকেশনও সামনে এসেছে।
Lava Agni 2 5G সিরিজ শীঘ্রই আসছে ভারতীয় বাজারে
সুপরিচিত টিপস্টার পারস গুগলানি, প্রাইসবাবা-এর সাথে জোট বেঁধে নতুন লাভা অগ্নি ২-এর ভারতীয় মূল্য এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছেন। বলা হচ্ছে, এই হ্যান্ডসেটটি একটি মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ হিসাবে ভারতীয় বাজারে পা রাখবে এবং এটি এদেশে মিড-রেঞ্জ সেগমেন্টে উপলব্ধ ৫জি ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও, প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে লাভা অগ্নি ২ মার্চের মাঝামাঝি বা এপ্রিলের মধ্যে লঞ্চ হতে পারে। আসুন ফোনটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
Lava Agni 2 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
লাভার আসন্ন অগ্নি সিরিজের স্মার্টফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে অফার করবে বলে জানা গেছে। লাভা অগ্নি ২ মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এই মোবাইল প্ল্যাটফর্মটি এর আগে রেডমি নোট ১২ প্রো এবং রিয়েলমি ১০ প্রো প্লাস-এও ব্যবহার করা হয়েছে। নতুন লাভা ফোনে ব্যবহৃত এই চিপটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে, যার সাহায্যে ব্যবহারকারীরা স্টোরেজ আরও প্রসারিত করতে পারবেন।
ফটোগ্রাফির জন্য, Lava Agni 2 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এই ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামারা অবস্থান করবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Lava Agni 2 5G হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে আসবে, যা টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া নিরাপত্তার জন্য, Agni 2 5G-এর পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকবে।
প্রাইসবাবার রিপোর্ট থেকে জানা গেছে যে, এদেশে Lava Agni 5G-এর দাম ২৫,০০০ টাকারও কম হবে। তবে, এই হ্যান্ডসেটটি ভারতের সবচেয়ে সস্তা ডাইমেনসিটি ১০৮০-চালিত স্মার্টফোন হবে কিনা, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।