আগামীকাল কেনা যাবে সবচেয়ে সস্তা দেশীয় 5G স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 256 জিবি স্টোরেজ

দেশীয় ব্র্যান্ড Lava এই বছরের মে মাসে Lava Agni 2 5G লঞ্চ করেছিল। দুর্দান্ত ফিচারের কারণে এই ফোনটি ইতিমধ্যেই জনপ্রিয়তা...
techgup 4 Sept 2023 3:00 PM IST

দেশীয় ব্র্যান্ড Lava এই বছরের মে মাসে Lava Agni 2 5G লঞ্চ করেছিল। দুর্দান্ত ফিচারের কারণে এই ফোনটি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। বিপুল সাড়া এবং ব্যাপক চাহিদার কারণে ডিভাইসটি প্রতিটি সেলে আউট অব স্টক হয়ে যাচ্ছে। তাই আপনি যদি Lava Agni 2 5G কেনার পরিকল্পনা করে থাকেন এবং এটির সেল ফের কবে শুরু হবে তা জানতে আগ্রহী থাকেন, তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, এই ফোনটি ফের কেনার জন্য উপলব্ধ হতে চলেছে।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, Lava Agni 2 5G আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে Amazon এর মাধ্যমে কেনা যাবে। এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২১,৯৯৯ টাকা। আবার ব্যাংক অফারে Lava Agni 2 5G এর দাম ২ হাজার টাকা কমানো যাবে। এই ছাড়ের জন্য আপনাকে এইচডিএফসি বা এসবিআই ব্যাংকের কার্ড দিয়ে অর্থ প্রদান করতে হবে।

Lava Agni 2 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা অগ্নি ২ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। প্রসেসর হিসেবে এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য লাভা অগ্নি ২ ৫জি ফোনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি রিয়ার ক্যামেরা বর্তমান।

এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫০ মেগাপিক্সেলের মূল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফির জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য Lava Agni 2 5G ফোনে দেওয়া হয়েছে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

Show Full Article
Next Story