অ্যামোলেড ডিসপ্লের সবচেয়ে সস্তা Lava AGNI 2 5G এই তারিখে ভারতে লঞ্চ হচ্ছে, Amazon থেকে কেনা যাবে

দেশীয় ব্র্যান্ড Lava সম্প্রতি তাদের আপকামিং স্মার্টফোন মডেল AGNI 2 5G -এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল। জানা যাচ্ছে,...
SUPARNA 13 May 2023 1:09 PM IST

দেশীয় ব্র্যান্ড Lava সম্প্রতি তাদের আপকামিং স্মার্টফোন মডেল AGNI 2 5G -এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করল। জানা যাচ্ছে, আলোচ্য হ্যান্ডসেটকে আগামী ১৬ই মে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এদেশে লঞ্চ করা হবে। আর লঞ্চ ইভেন্টটি সংস্থার আধিকারিক ইউটিউব (YouTube) চ্যানেল এবং ফেসবুক (Facebook) পেজ থেকে লাইভ-স্ট্রিম করা হবে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে Lava AGNI 2 5G সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon ইতিমধ্যেই এই Lava ডিভাইসের জন্য একটি ল্যান্ডিং বা মাইক্রোসাইট লাইভ করেছে। যার দরুন ডিভাইসটির কিছু ফিচারও প্রকাশ্যে এসেছে।

Lava AGNI 2 5G স্মার্টফোনের লঞ্চের তারিখ ও ফিচার নিশ্চিত করা হল

আসন্ন লাভা অগ্নি ২ ৫জি স্মার্টফোনটি গত বছরে লঞ্চ হওয়া AGNI 5G মডেলের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। অফিসিয়াল টিজার অনুসারে, ফোনটি পূর্বসূরীর তুলনায় উল্লেখযোগ্য ফিচার ও ডিজাইন আপগ্রেড অফার করবে। যেমন, লাভার এই লেটেস্ট হ্যান্ডসেট কার্ভড ডিসপ্লে প্যানেল এবং স্লিম ডিজাইনের সাথে আসবে। ডিভাইসের পিছনে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গেছে, যাতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি সহায়ক লেন্স সহ LED ফ্ল্যাশ অবস্থান করবে। এছাড়া টিজার পোস্টারে লাভার এই আসন্ন ডিভাইসটিকে সবুজ রঙের বিকল্পে দেখা গেছে। যদিও লঞ্চের সময় আরও কয়েকটি কালার ভ্যারিয়েন্ট উপলব্ধ থাকবে বলে আশা করা হচ্ছে।

আবার অনলাইন শপিং সাইট অ্যামাজন দ্বারা লাইভ করা মাইক্রোসাইট অনুসারে, Lava AGNI 2 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকবে। জানিয়ে রাখি, উক্ত ফোনটি আলোচ্য চিপসেটের সাথে ভারতে আসা প্রথম ডিভাইস হবে। এছাড়া এই হ্যান্ডসেট ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে বলেও নিশ্চিত করা হয়েছে। লাভা অগ্নি ২ ৫জি ফোনের বাদবাকি ফিচার বিবরণ আপাতত গোপন রাখা হয়েছে।

প্রসঙ্গত পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, লাভার আসন্ন ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে প্যানেল থাকবে। আর ভারতের বাজারে এর প্রারম্ভিক মূল্য ২০,০০০ টাকা – ২৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে লাভা অগ্নি ২ ৫জি স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড AMOLED টাচস্ক্রীনের সাথে ভারতে আসা সবচেয়ে সস্তার মডেল হবে।

Show Full Article
Next Story