Lava Agni 3 5G বাজারে ঝড় তুলতে আগামী মাসে লঞ্চ হচ্ছে, সেকেন্ডারি ডিসপ্লে সহ থাকবে আইফোনের ফিচার

Lava অবশেষে তাদের আপকামিং স্মার্টফোন Agni 3 5G এর লঞ্চের তারিখ ঘোষণা করল। আগামী ৪ অক্টোবর এই ফোনটি বাজারে আসবে। ইতিমধ্যেই এর ডিজাইন সামনে এসেছে।…

Lava Agni 3 5G Launched To Be 4 October With New Design Secondary Display Action Button

Lava অবশেষে তাদের আপকামিং স্মার্টফোন Agni 3 5G এর লঞ্চের তারিখ ঘোষণা করল। আগামী ৪ অক্টোবর এই ফোনটি বাজারে আসবে। ইতিমধ্যেই এর ডিজাইন সামনে এসেছে। যদিও Lava Agni 3 5G এর টেকনিক্যাল স্পেসিফিকেশন এখনও অজানা। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Lava Agni 3 5G এর ডিজাইন (সম্ভাব্য)

লাভা অগ্নি ৩ ৫জি আয়তকার মডিউল সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এই ক্যামেরা মডিউল ব্যাক প্যানেলর বাম পাশে থাকবে। আর ডান পাশে সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই ডিসপ্লের মাধ্যমে ক্যালেন্ডার, স্টেপ কাউন্ট সহ বিভিন্ন তথ্য দেখা যেতে পারে। উল্লেখ্য, এই ধরনের ডিজাইন আমরা Xiaomi 11 Ultra ফোনে দেখা গিয়েছিল। আর লাভা ফোনের সামনে পাওয়া যাবে কার্ভড এজ সহ ওএলইডি ডিসপ্লে।

এদিকে লাভা অগ্নি ৩ ৫জি এর বাম পাশে ভলিউম কী থাকবে। আর ডান পাশে পাওয়ার বাটনের সাথে আরেকটি বাটন দেওয়া হবে। এই বাটনটি আইফোন ১৬ এর ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো কিছুটা দেখতে। তাই আসন্ন লাভা ফোনে আইফোনের মতো ফিচার থাকলেও থাকতে পারে।

Lava Agni 3 5G স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

Lava Agni 3 5G ফোনের পিছনে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে অফার করবে, এই ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

আর Lava Agni 3 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন