সস্তা Lava Agni 5G ফোনে আসছে সবচেয়ে বড় আপডেট, মিলবে Jio, Airtel এর 5G পরিষেবা
চলতি মাসের শুরুতেই ভারতে চালু হয়েছে ৫জি পরিষেবা। আর তারপর থেকেই বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা তাদের ৫জি-কম্প্যাটিবেল...চলতি মাসের শুরুতেই ভারতে চালু হয়েছে ৫জি পরিষেবা। আর তারপর থেকেই বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা তাদের ৫জি-কম্প্যাটিবেল হ্যান্ডসেটগুলিকে লেটেস্ট নেটওয়ার্ক পরিষেবার জন্য সক্ষম করে তুলতে ৫জি আপডেট রোল আউট করতে শুরু করেছে। ভারত-ভিত্তিক সুপরিচিত স্মার্টফোন ব্র্যান্ড লাভা গত বছর নভেম্বর মাসে Lava AGNI 5G ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি উন্মোচন করেছিল। আর এখন সংস্থাটি এই ডিভাইসের জন্য ৫জি আপডেট প্রকাশ করবে বলে ঘোষণা করেছে। আপডেটটি স্মার্টফোনটিকে এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) এবং জিও ট্রু ৫জি (Jio True 5G) সহ সমস্ত ৫জি নেটওয়ার্ক ব্যবহার করার অনুমতি দেবে৷
Lava তাদের Agni 5G স্মার্টফোনের জন্য প্রকাশ করেছে নতুন ৫জি-রেডি আপডেট
লাভা সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা গত বছর লঞ্চ হওয়া লাভা অগ্নি ৫জি হ্যান্ডসেটে ৫জি-রেডি আপডেটটি প্রকাশ করা শুরু করবে। ভারতীয় ব্র্যান্ডটি পর্যায়ক্রমে আপডেটটি রোল আউট করবে বলে আশা করা হচ্ছে এবং এটি সমস্ত ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কিছুটা সময় নিতে পারে। এছাড়াও, আপডেটটি প্রাথমিকভাবে শুধুমাত্র তাদের জন্য উপযোগী হবে, যারা ৫জি সংযোগ চালু হয়েছে এমন শহরে বসবাস করছেন। এখনও পর্যন্ত, এয়ারটেল (Airtel)-এর ৫জি পরিষেবাগুলি দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, শিলিগুড়ি, নাগপুর, বারাণসী এবং হায়দ্রাবাদে উপলব্ধ। যেখানে, জিও (Jio) শুধুমাত্র দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসীতে তাদের ৫জি পরিষেবা পরীক্ষা করছে।
প্রসঙ্গত, ভারতীয় অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) লাভা বলেছে যে, কোম্পানির অভ্যন্তরীণ উৎপাদন এবং বিকাশের ক্ষমতাই তাদেরকে, ৫জি এনাবল করতে চলা প্রথম ভারতীয় স্মার্টফোন নির্মাতাদের মধ্যে অন্যতম করে তুলেছে৷ লাভা বর্তমানে নয়ডায় তাদের নিজস্ব সুবিধায় মোবাইল হ্যান্ডসেট তৈরি এবং অ্যাসেম্বল করে।
এছাড়া, আপডেটের রোলআউট প্রসঙ্গে লাভা ইন্টারন্যাশনালের প্রোডাক্ট হেড তেজিন্দর সিং জানিয়েছেন যে, সামগ্রিক অভিজ্ঞতা বাড়ানোর জন্য ব্যবহারকারীদের ঘন ঘন সফ্টওয়্যার আপডেট প্রদান করা সবসময়ই তাদের লক্ষ্য। আর এমাসের শুরুর দিকে কেন্দ্রীয় সরকার ৫জি পরিষেবার রোল-আউট ঘোষণা করার পরই, লাভার বিভিন্ন টিমগুলি ফ্ল্যাগশিপ AGNI 5G স্মার্টফোনের জন্য ফার্মওয়্যার ওভার-দ্য-এয়ার (FOTA) আপডেট দ্রুত বাস্তবায়ন করার জন্য পুরোদস্তুর কাজ শুরু করে দিয়েছিল।
জানিয়ে রাখি, Lava Agni 5G কোম্পানির প্রথম এবং একমাত্র ৫জি স্মার্টফোন। এটি ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লের সাথে এসেছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা চালিত। ফোনটি ক্লিন অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে রান করে। ফটোগ্রাফির জন্য, Lava Agni 5G-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Lava Agni 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷