Lava Blaze 2: লঞ্চের আগেই প্রসেসরের নাম ফাঁস, অল্প দামে জবরদস্ত ফোন আনছে লাভা

সুপরিচিত ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা (Lava) ২০০৯ সালে গঠিত হওয়ার পর, তাদের বাজেট-ফ্রেন্ডলি এবং ফিচার-সমৃদ্ধ...
Ananya Sarkar 27 March 2023 6:23 PM IST

সুপরিচিত ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা (Lava) ২০০৯ সালে গঠিত হওয়ার পর, তাদের বাজেট-ফ্রেন্ডলি এবং ফিচার-সমৃদ্ধ হ্যান্ডসেটগুলির জন্য বাজারে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে। ২০২১ সালে, কোম্পানিটি তাদেরকে Lava Z সিরিজটি চালু করেছিল, এরপর গত বছর লঞ্চ হয় Lava Blaze 5G ফোনটি। আর এখন লাভা শীঘ্রই ভারতে আরেকটি সাশ্রয়ী মূল্যের ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা Lava Blaze 2 নামে এদেশের বাজারে পা রাখবে। Blaze 5G-এর উত্তরসূরি মডেলটি আগামী মাসেই লঞ্চ হতে পারে। এই আপকামিং হ্যান্ডসেটটিকে এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে স্পট করা গেছে, যা এর বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে।

Lava Blaze 2-কে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং সাইটে

লাভার পরবর্তী এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসেবে লাভা ব্লেজ ২ এই এপ্রিল মাসের মধ্যেই ভারতীয় বাজারে পা রাখতে পারে। দাম বাজারে ১০,০০০ টাকারও কম রাখা হবে বলে আশা করা হচ্ছে। LZX409 মডেল নম্বর সহ লাভা ব্লেজ ২ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে।

গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা গিয়েছে যে, ফোনটি একটি ইউনিসক প্রসেসর দ্বারা চালিত হবে। এই অক্টা-কোর চিপটির বেস ফ্রিকোয়েন্সি ১.৮২ গিগাহার্টজ এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড ১.৯৫ গিগাহার্টজ হবে বলে জানা গেছে। এই তথ্যগুলি নির্দেশ করছে যে, লাভা ব্লেজ ২ সম্ভবত ইউনিসক টি৬১৬ প্রসেসর দ্বারা চালিত হবে।

বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, লাভা ব্লেজ ২ গিকবেঞ্চ ৫-এর সিঙ্গেল-কোর টেস্টে ৩৫৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৪৯৭ পয়েন্ট অর্জন করেছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে এবং ৬ জিবি র‍্যামের সাথে বাজারে আসবে বলে বেঞ্চমার্ক তালিকায় উল্লেখ করা হয়েছে।

আবার, Lava Blaze 2-এর একটি ছবিও সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে, যা এর ডিজাইনটি প্রকাশ করেছে। এই ইমেজ অনুযায়ী, স্মার্টফোনটিতে ক্যামেরা সেন্সরগুলির জন্য দুটি বড় রিং সহ ফ্ল্যাট গ্লাস ব্যাক প্যানেল থাকবে। ফোনের সাইডগুলিও সমতল হবে, যার মধ্যে ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি উপস্থিত থাকবে।

আর পাওয়ার বাটানেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এম্বেড করা থাকবে বলে অনুমান করা হচ্ছে। যদিও, ফাঁস হওয়া ছবিটিতে Lava Blaze 2-এর ফ্রন্ট প্যানেলের ডিজাইনটি দেখা যায়নি, তবে এতে পুরু বেজেল এবং একটি ওয়াটারড্রপ নচ থাকবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story