অভিনব ডিজাইন, প্রথম দেখাতেই মনে ধরবে Lava Blaze 2 5G, লঞ্চের আগেই টিজার‌ প্রকাশ

Lava তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম রাখা হবে Lava Blaze 2 5G। এটি দেশীয় সংস্থার একটি গেম চেঞ্জিং ডিভাইস হবে। এর…

Lava তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম রাখা হবে Lava Blaze 2 5G। এটি দেশীয় সংস্থার একটি গেম চেঞ্জিং ডিভাইস হবে। এর আগে ব্র্যান্ডটির Lava Agni 2 5G বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। উল্লেখ্য, Lava ইতিমধ্যেই Blaze 5G ফোনের 4G ভার্সন নিয়ে এসেছে।

ফলে বলার অপেক্ষা রাখে না যে, Lava Blaze 2 5G মোবাইলে প্রসেসরের ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। আজ সংস্থার তরফে ডিভাইসটির ডিজাইন সামনে আনা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা টিজারে দেখা গেছে যে, 4G ও 5G মডেলের রিয়ার প্যানেল পার্থক্য দেখা যাবে। 5G মডেলের উপরের প্রান্তে মাঝবরাবর গোলাকার এলইডি ফ্ল্যাশ থাকবে। যেখানে 4G মডেলে দুটি গোলাকার রিয়ার ক্যামেরা ডান পাশে ছিল।

যদিও Lava Blaze 2 5G এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য এখনও সামনে আসেনি। তবে আশা করা যায় যে, 5G মডেলে 4G মডেলের কিছু ফিচার থাকবে। জানিয়ে রাখি যে, Lava Blaze 2 4G ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি, ইউনিসক টাইগার টি৬১৬ প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

আর ফটোগ্রাফির জন্য এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন