অভিনব ডিজাইন, প্রথম দেখাতেই মনে ধরবে Lava Blaze 2 5G, লঞ্চের আগেই টিজার‌ প্রকাশ

Lava তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম রাখা হবে Lava Blaze 2 5G। এটি দেশীয় সংস্থার একটি গেম চেঞ্জিং ডিভাইস...
techgup 23 Oct 2023 1:11 PM IST

Lava তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে। এই ফোনের নাম রাখা হবে Lava Blaze 2 5G। এটি দেশীয় সংস্থার একটি গেম চেঞ্জিং ডিভাইস হবে। এর আগে ব্র্যান্ডটির Lava Agni 2 5G বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। উল্লেখ্য, Lava ইতিমধ্যেই Blaze 5G ফোনের 4G ভার্সন নিয়ে এসেছে।

ফলে বলার অপেক্ষা রাখে না যে, Lava Blaze 2 5G মোবাইলে প্রসেসরের ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। আজ সংস্থার তরফে ডিভাইসটির ডিজাইন সামনে আনা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা টিজারে দেখা গেছে যে, 4G ও 5G মডেলের রিয়ার প্যানেল পার্থক্য দেখা যাবে। 5G মডেলের উপরের প্রান্তে মাঝবরাবর গোলাকার এলইডি ফ্ল্যাশ থাকবে। যেখানে 4G মডেলে দুটি গোলাকার রিয়ার ক্যামেরা ডান পাশে ছিল।

যদিও Lava Blaze 2 5G এর স্পেসিফিকেশন নিয়ে কোনো তথ্য এখনও সামনে আসেনি। তবে আশা করা যায় যে, 5G মডেলে 4G মডেলের কিছু ফিচার থাকবে। জানিয়ে রাখি যে, Lava Blaze 2 4G ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি, ইউনিসক টাইগার টি৬১৬ প্রসেসর, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

আর ফটোগ্রাফির জন্য এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story