Lava Blaze 2 5G: সেল শুরু হল 10 হাজার টাকার কমে আসা রিং লাইট ডিজাইনের সবচেয়ে সস্তা 5G ফোনের

গত ২রা নভেম্বর ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Lava Blaze 2 5G। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৯ই নভেম্বর রিং LED লাইট ডিজাইনের সাথে আসা এই…

গত ২রা নভেম্বর ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Lava Blaze 2 5G। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৯ই নভেম্বর রিং LED লাইট ডিজাইনের সাথে আসা এই নয়া হ্যান্ডসেটটি সংস্থার আধিকারিক ওয়েবসাইট ও অনলাইন শপিং পোর্টাল Amazon -এর মাধ্যমে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হল। ফোনটি ভারতে ১০,০০০ টাকারও কমে লঞ্চ হয়েছে এবং একাধিক আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাচ্ছে। এছাড়া ফিচার হিসাবে Lava Blaze 2 5G ডিভাইসে HD+ IPS ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের অ্যাক্সেস মিলবে।

ভারতে Lava Blaze 2 5G এর দাম

ভারতের বাজারে লাভা ব্লেজ ২ ৫জি মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর উচ্চতর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনটি ১০,৯৯৯ টাকায় এসেছে। এটি তিনটি আকর্ষণীয় কালার বিকল্পে উপলব্ধ, যথা – গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস ল্যাভেন্ডার।

আগ্রহীরা, এই হ্যান্ডসেটটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে কিনতে পারবেন। সর্বোপরি গ্রাহকেরা ফ্রি হোম সার্ভিসও পেয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছে লাভা।

Lava Blaze 2 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা ব্লেজ ২ ৫জি ফোনটি গ্লসি ব্যাক প্যানেল, বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড এবং ফ্ল্যাট ব্যাক কার্ভড এজ ডিজাইনের সাথে এসেছে। এতে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস IPS ২.৫ডি কার্ভড ডিসপ্লে প্যানেল আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে রিং এলইডি লাইট সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি এআই (AI) লেন্স। যায় ফোনের ক্যামেরা বিভাগ – ফিল্ম, স্লো মোশন, টাইম ল্যাপস, জিআইএফ, বিউটি, নাইট, ইন্টেলিজেন্ট স্ক্যানিং এবং পোর্ট্রেটের মতো মোড সাপোর্ট করে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, নয়া Lava Blaze 2 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চালিত। আবার স্টোরেজ হিসাবে ৬ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি UFS 2.2 রম পাওয়া যাবে। যদিও সংস্থার দাবি অনুসারে, এই ফোন অতিরিক্তভাবে আরো ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

ডুয়েল সিমের Lava Blaze 2 5G ফোনে কানেক্টিভিটির জন্য – ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি পোর্ট, এফএম রেডিও এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এই ফোন ৮.৪৫ মিমি পুরু এবং ওজনে ২০৩ গ্রাম।