Lava Blaze 3 5G ভারতে ১০ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হল, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে খাস ফিচার

১০ হাজার টাকার কমে 5G ফোন Lava Blaze 3 5G, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা। তবে এটি ব্যাঙ্ক কার্ড অফারের মাধ্যমে ৯,৯৯৯ টাকায় অর্থাৎ ১০ হাজার টাকার কমে কেনা যাবে।

Lava Blaze 3 5G Launched Price In India Rs 11499 Specifications Sale Date Details

Lava Blaze 3 5G প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল। ব্যাঙ্ক অফার সহ এটি ১০ টাকার মধ্যে কেনা যাবে। ফিচারের কথা বললে এতে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। আবার Lava Blaze 3 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ক্রেতারা এর সাথে বাড়িতেই ফ্রি সার্ভিসের সুবিধা উপভোগ করবেন। আসুন Lava Blaze 3 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

১০ হাজার টাকার কমে 5G ফোন (5G Phone Under 10 Thousand Rupees)

Lava Blaze 3 5G এর দাম ও সেলের তারিখ

লাভা ব্লেজ ৩ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা। তবে এটি ব্যাঙ্ক কার্ড অফারের মাধ্যমে ৯,৯৯৯ টাকায় অর্থাৎ ১০ হাজার টাকার কমে কেনা যাবে। এটি দুটি কালারে এসেছে – গ্লাস গোল্ড ও গ্লাস ব্লু।

লাভা ব্লেজ ৩ ৫জি ই-কমার্স সাইট থেকে পাওয়া যাবে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এর সেল শুরু হবে। আপাতত হ্যান্ডসেটটি অনলাইন থেকে কেনা যাবে। আর কিছুদিন পর থেকে অফলাইনেও পাওয়া যাবে।

Lava Blaze 3 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Lava Blaze 3 5G ডিভাইসে আছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে দেওয়া হয়েছে ৬ জিবি ফিজিক্যাল র‌্যাম (LPDDR4x) ও ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম। আবার Lava Blaze 3 5G ডিভাইসে ১২৮ জিবি ইউএফএস ২.০ স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ভাইব লাইট রিং এলইডি সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর Lava Blaze 3 5G হ্যান্ডসেটে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন : পুজোর আগে বড় চমক! নতুন ব্যাটালিয়ান মোটরসাইকেল লঞ্চ করল Royal Enfield

এদিকে নতুন লাভা ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসেবে Lava Blaze 3 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৪ ওএস পাওয়া যাবে। এছাড়া ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়েল অ্যাপস সাপোর্ট, অ্যানোনিমাস কল রেকর্ডিং ইত্যাদি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন