Lava Blaze 5G: মাল্টিটাস্কিং হবে আরও দ্রুত, দেশের সবচেয়ে সস্তা 5G ফোনে নতুন আপগ্রেড

লাভা গত বছর নভেম্বর মাসে ভারতে তৎকালীন সবচেয়ে সস্তা ফাইভ-জি স্মার্টফোন Lava Blaze 5G লঞ্চ করেছিল। যা ১১,০০০ টাকারও কম দামে ভাল পারফরম্যান্স এবং কিছু…

লাভা গত বছর নভেম্বর মাসে ভারতে তৎকালীন সবচেয়ে সস্তা ফাইভ-জি স্মার্টফোন Lava Blaze 5G লঞ্চ করেছিল। যা ১১,০০০ টাকারও কম দামে ভাল পারফরম্যান্স এবং কিছু উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশন অফার করে। স্মার্টফোনটি ৪ জিবি র‍্যাম সহ উপলব্ধ। তবে বাজারে আসার পর থেকেই গ্রাহকরা ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চের অনুরোধ করছিলেন। লাভা অবশেষে তাদের দাবিতে মান্যতা দিতে চলেছে বলে নিশ্চিত করল ।

Lava Blaze 5G আসছে 6GB RAM ভ্যারিয়েন্টে

লাভা টুইটারে একটি টিজার পোস্ট করেছে, যা নিশ্চিত করে যে লাভা ব্লেজ ৫জি-এর ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট শীঘ্রই এদেশে লঞ্চ হবে। এটি ডিভাইসটিকে পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে, বর্ধিত র‍্যাম ক্ষমতার সাথে এর মূল্যও কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ব্লেজ ৫জি-এর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে আসন্ন ৬ জিবি র‍্যাম মডেলটির দাম সম্ভবত ১২,০০০ টাকা ছাড়িয়ে যাবে। যদিও, র‍্যাম ক্যাপাসিটি ছাড়া নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনে আর কোনও পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে না।

Lava Blaze 5G-এর স্পেসিফিকেশন

লাভা ব্লেজ ৫জি-তে ৭২০ x ১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যার ওপরে একটি ওয়াটারড্রপ স্টাইল নচ দেখা যায়। নিরাপত্তার জন্য, এই লাভা ফোনের পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে৷ সর্বোচ্চ আটটি ৫জি ব্যান্ডের সাপোর্ট সহ লাভা ব্লেজ ৫জি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত।

ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের সাথে ৪ জিবি র‍্যাম, ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যায়। এই বাজেট রেঞ্জের ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Lava Blaze 5G-এর রিয়ার প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ডেপ্থ লেন্স এবং একটি ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফির জন্য ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Lava Blaze 5G-তে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে, ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। সবশেষে, Lava Blaze 5G গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন কালার অপশনে উপলব্ধ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন