৫০০ টাকায় বাড়ি নিয়ে আসুন 5G ফোন, Lava Blaze এই হোলিতে পাওয়া যাচ্ছে লোভনীয় ছাড়ে

আপনি যদি হালফিলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে একটি ব্র্যান্ড-নিউ 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের আজকের...
techgup 6 March 2023 5:42 PM IST

আপনি যদি হালফিলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে একটি ব্র্যান্ড-নিউ 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। আসলে সম্প্রতি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে Lava Blaze 5G ফোনটি অত্যন্ত সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। আপনি শুনলে অবাক হবেন যে, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং সেইসাথে সংস্থা কর্তৃক প্রদত্ত এক্সচেঞ্জ অফারকে একজোট করলে এখন ১৪,৯৯৯ টাকা দামের উক্ত হ্যান্ডসেটটিকে মাত্র ৫০০ টাকায় পকেটস্থ করা যেতে পারে! চলুন, আর দেরি না করে কীভাবে এত কমে Lava Blaze 5G ফোনটি Amazon থেকে কেনা যাবে, সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Amazon থেকে বাম্পার ডিসকাউন্টে কিনে নিন Lava Blaze 5G

লাভা ব্লেজ ৫জি-এর ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১৪,৯৯৯ টাকা। তবে বর্তমানে ২৭ শতাংশ ছাড়ের দৌলতে অ্যামাজন থেকে এই হ্যান্ডসেটটি ১০,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা। আবার, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে উক্ত ডিভাইসটি কিনলে ১০,৪৯৯ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। সেক্ষেত্রে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া গেলে লাভার এই স্মার্টফোনটিকে ৫০০ টাকায় পকেটস্থ করতে পারবেন গ্রাহকরা।

Lava Blaze 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডুয়াল সিম সাপোর্ট সহ আসা লাভা ব্লেজ ৫জি-তে ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা ওয়াইডভিন এল১ (Widevine L1) সাপোর্ট করে। সিকিউরিটির জন্য লাভার এই ফোনে ফেস আনলক ফিচারের পাশাপাশি পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। যদিও আলোচ্য মডেলে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বর্তমান; তবে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে, এই ৫জি হ্যান্ডসেটে অতিরিক্ত ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আবার, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। আটটি ৫জি ব্যান্ড সাপোর্ট সহ আসা এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ (MediaTek Dimensity 700) প্রসেসর দ্বারা চালিত। এই বাজেট রেঞ্জের ফোনটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Lava Blaze 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান৷ এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি ভিজিএ (VGA) শুটার। আবার, সেলফির জন্য ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ৫জি হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে - ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। Lava Blaze 5G স্মার্টফোনের পরিমাপ ১৬৫.৩x৭৬.৪x৮.৯ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।

Show Full Article
Next Story