Lava Blaze 5G: সবচেয়ে সস্তা 8GB র‌্যাম ও 50 মেগাপিক্সেল ক্যামেরা ফোন লঞ্চ হল, এখান থেকে কেনা যাবে

২০২২ সালের ৭ই নভেম্বর Lava Blaze 5G স্মার্টফোনকে ভারতে লঞ্চ করা হয়েছিল। তখন ডিভাইসটিকে শুধুমাত্র ৪ জিবি র‌্যাম + ১২৮...
SUPARNA 3 Aug 2023 5:53 PM IST

২০২২ সালের ৭ই নভেম্বর Lava Blaze 5G স্মার্টফোনকে ভারতে লঞ্চ করা হয়েছিল। তখন ডিভাইসটিকে শুধুমাত্র ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের সাথে নিয়ে আসা হয়। যদিও ঠিক ৩ মাসের মাথায় অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আলোচ্য হ্যান্ডত্রসেটের জন্য ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টও উপলব্ধ করা হয়। আর ওই ঞনন আজ অর্থাৎ ৩রা আগস্ট ব্র্যান্ডটি তাদের এই জনপ্রিয় 5G-এনাবল স্মার্ট মোবাইলটিকে ৮ জিবি র‌্যাম বিকল্পের সাথে চালু করার ঘোষণা করলো, যা ইতিমধ্যেই এদেশে কেনা উপলব্ধ। অতএব ক্রেতারা এখন Lava Blaze 5G -কে মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনের মধ্যে বেছে নিতে পারবেন, যথা - ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ। নিচে নতুন স্টোরেজ বিকল্পের দাম এবং সাথে প্রযোজ্য সেল অফারের বিশদ আলোচনা করা হল…

ভারতে ৮ জিবি র‌্যাম অপশনের সাথে লঞ্চ হল Lava Blaze 5G

ভারতে লাভা ব্লেজ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম বিকল্পকে ১২,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। আগ্রহীরা এটিকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে কিনতে পারবেন। তবে সেল অফারের অংশ হিসাবে, আলোচ্য মডেলকে সীমিত সময়ের জন্য ফ্লাট ৫০০ টাকা ছাড়ের সাথে মাত্র ১২,৪৯৯ টাকায় বিক্রি করার ঘোষণা করেছে লাভা।

আর, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে যারা পেমেন্ট করবেন, তারা ১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। যারপর লাভা ব্লেজ ৫জি স্মার্টফোনের এই নয়া স্টোরেজ ভ্যারিয়েন্টকে নূন্যতম ১১,৪৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে৷

Lava Blaze 5G এর স্পেসিফিকেশন

লাভা ব্লেজ ৫জি ফোনে আছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যা ওয়াইডভিন এল১ (Widevine L1) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। আর ডিভাইসের পেছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি সেন্সর বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ডেপ্থ লেন্স এবং একটি ম্যাক্রো শুটার। এই রিয়ার ক্যামেরাগুলি ২কে (2k) ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে সমর্থ।

পারফরম্যান্সের জন্য এই লাভা হ্যান্ডসেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। এতে সর্বোচ্চ ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম সহ পাওয়া যাবে। আবার সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই ৫জি ফোনে অতিরিক্তভাবে আরো ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামের সাপোর্টও অফার করে। আর স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়াতে যাবে।

কানেক্টিভিটির জন্য অ্যান্ড্রয়েড ১২ ওএস চালিত Lava Blaze 5G ফোনে - ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। এদিকে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে। আর নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার উপলব্ধ।

Show Full Article
Next Story