চীনা ফোনের যম! Lava Blaze Curve-এর ফিচার্স শুনে রেডমি-রিয়েলমির হাল খারাপ

এতদিন প্রিমিয়াম ও মিড-রেঞ্জে থাকলেও, এবার সস্তা ফোনেও মিলবে কার্ভড স্ক্রিন। লাভার হাত ধরে ভারতে আসছে Lava Blaze Curve 5G...
Ananya Sarkar 29 Feb 2024 6:15 PM IST

এতদিন প্রিমিয়াম ও মিড-রেঞ্জে থাকলেও, এবার সস্তা ফোনেও মিলবে কার্ভড স্ক্রিন। লাভার হাত ধরে ভারতে আসছে Lava Blaze Curve 5G নামে এমনই এক দারুণ স্মার্টফোন। সম্প্রতি সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে, এটি আগামী ৫ মার্চ লঞ্চ হবে। তার আগে এখন ফোনটির একগুচ্ছ স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছে লাভা। চলুন দেখে নিই, কী কী চমক থাকবে এতে।

Lava Blaze Curve 5G-এর স্পেসিফিকেশন

অ্যামাজন (Amazon)-এ লাইভ হওয়া স্পেশাল টিজার অনুসারে, লাভা ব্লেজ কার্ভ ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহৃত হবে। এটি একটি ৫জি চিপ যা আগে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ নামে পরিচিত ছিল। চিপটি ইতিমধ্যেই ওপ্পো রেনো ১১, রিয়েলমি ১১ প্রো এবং লাভা অগ্নি ২ ৫জি-এর মতো ডিভাইসে বিদ্যমান। টিজারটি নিশ্চিত করেছে যে, লাভা ব্লেজ কার্ভ ৫জি ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম সহ আসবে এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করবে। তবে ফোনটি সম্ভবত ১২৮ জিবি স্টোরেজও অফার করবে। সম্প্রতি এক রিপোর্ট ইঙ্গিত করেছে যে লাভা ব্লেজ কার্ভ ৫জি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) প্যানেলের সাথে আসবে।

শোনা যাচ্ছে, লাভা ব্লেজ কার্ভ ৫জি-তে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সনির ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উচ্চ-মানের ছবি ক্যাপচার করতে সক্ষম হবে। পাওয়ার ব্যাকআপের জন্য একটি বড় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা বারংবার চার্জ করা প্রয়োজন ছাড়াই দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের সুবিধা প্রদান করবে।

উল্লেখ্য, Lava Blaze Curve 5G-এর দাম ১৬,০০০ টাকা থেকে ১৯,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। যারা কম দামে প্রিমিয়াম বৈশিষ্ট্য ব্যবহার করার ইচ্ছা রাখেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হতে চলেছে।

Show Full Article
Next Story