Lava Blaze Curve: অ্যামাজনে মিলবে লাভার প্রথম কার্ভড স্ক্রিনের স্মার্টফোন, দাম হতে পারে সবচেয়ে কম

দেশীয় মোবাইল ফোন নির্মাতা, লাভা তাদের Blaze সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। সেই নয়া মডেলটির নাম Lava Blaze Curve 5G, যা…

দেশীয় মোবাইল ফোন নির্মাতা, লাভা তাদের Blaze সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। সেই নয়া মডেলটির নাম Lava Blaze Curve 5G, যা কোম্পানির প্রথম কাভর্ড ডিসপ্লে যুক্ত হ্যান্ডসেট হতে চলেছে। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আসন্ন মিড-রেঞ্জ 5G ফোনটিকে টিজ করেছে কোম্পানি। আবার স্পেসিফিকেশন সম্পর্কিত কিছু তথ্যও অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন ব্র্যান্ডের তরফে একটি মাইক্রোসাইট প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে যে, Lava Blaze Curve 5G অ্যামাজন (Amazon India)-এ বিক্রির জন্য উপলব্ধ হবে। অর্থাৎ এটি শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলেছে। লাভার এই আপকামিং ডিভাইসটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে, আসুন দেখে নেওয়া যাক।

Lava Blaze Curve 5G শীঘ্রই লঞ্চ হতে চলছে ভারতে

লাভা ব্লেজ কার্ভ ৫জি-এর অফিসিয়াল মাইক্রোসাইট সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়াতে লাইভ হয়েছে, যা এই ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটির উপলব্ধতা নিশ্চিত করেছে। এটি এও প্রকাশ করেছে যে, স্মার্টফোনটি শীঘ্রই এদেশে উন্মোচিত হবে। তবে মাইক্রোসাইটটিতে “কামিং সুন” বার্তা ছাড়া, লাভা ব্লেজ কার্ভ ৫জি সম্পর্কিত অন্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

আগের একটি রিপোর্ট অনুযায়ী, এটি আগামী মাসে, অর্থাৎ মার্চ-এর প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্রটি দাবি করেছে যে, ব্লেজ কার্ভ ৫জি-তে কার্ভড-অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর ফোনটির পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সনি সেন্সর অবস্থান করবে। ফোনটিতে সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Lava Blaze Curve 5G-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। এছাড়া ডিভাইসটির একটি হ্যান্ডস-অন-ইমেজও ফাঁস হয়ে ডিজাইন সামনে এনেছে। এছাড়া, Lava Blaze Curve 5G সম্পর্কে আর কোনও তথ্য উপলব্ধ নেই। আশা করা যায় খুব শীঘ্রই টিজারের মাধ্যমে হ্যান্ডসেটটির সম্পর্কে আরও জানা যাবে।