ডুয়েল ডিসপ্লের Lava Blaze Duo 5G ফোনের প্রথম সেল আজ, 64MP ক্যামেরার ফোন 2 হাজার টাকা ছাড়ে
Lava Blaze Duo 5G Sale Today - আজ 20 ডিসেম্বর স্মার্টফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর 12 টা থেকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ফোনটি কেনা যাবে। প্রথম সেলে লাভা ব্লেজ ডুয়ো 5G বিশেষ ব্যাঙ্ক অফার সহ বিক্রি হবে।
Lava Blaze Duo 5G Sale: আপনি যদি সস্তায় ডুয়েল ডিসপ্লের ফোন কিনতে চান, তাহলে লাভার একটি লেটেস্ট ফোন আপনার জন্য ভালো হবে। এই ডিভাইসের নাম Lava Blaze Duo 5G। আজ 20 ডিসেম্বর স্মার্টফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর 12 টা থেকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ফোনটি কেনা যাবে। প্রথম সেলে লাভা ব্লেজ ডুয়ো 5G বিশেষ ব্যাঙ্ক অফার সহ বিক্রি হবে। আসুন এই ফোনের দাম ও প্রথম সেলের অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
লাভা ব্লেজ ডুয়ো 5G এর দাম ও সেল অফার
লাভা ব্লেজ ডুয়ো 5G দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,999 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,999 টাকা। এটি সেলেস্টিয়াল ব্লু এবং আর্কটিক হোয়াইট কালারে এসেছে।
Blaze Duo: Live The DUO Life!Sale starts tomorrow, 20th Dec, 12 PM | Only on AmazonSpecial Launch Price: ₹14,999**Incl. Bank Offers#BlazeDuo #LiveTheDuoLife #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/91MTQEdW5g
— Lava Mobiles (@LavaMobile) December 19, 2024
প্রথম সেলে স্মার্টফোনটি 2000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ পাওয়া যাবে। এরজন্য এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এছাড়া ইএমআই ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নেওয়া যাবে।
লাভা ব্লেজ ডুয়ো 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
লাভা ব্লেজ ডুয়ো 5G ডিভাইসে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে এবং কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে যে শীঘ্রই এতে অ্যান্ড্রয়েড 15 আপডেট আসবে। হ্যান্ডসেটটির পিছনে দেখা যাবে 1.58 ইঞ্চি সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে। আর সামনে আছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড AMOLED ডিসপ্লে।
ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। লাভা ব্লেজ ডুয়ো 5G এর পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত, যার মধ্যে আছে 64MP প্রাইমারি Sony সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। সঙ্গে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Lava Blaze Duo 5G Sale Today - আজ 20 ডিসেম্বর স্মার্টফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর 12 টা থেকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ফোনটি কেনা যাবে। প্রথম সেলে লাভা ব্লেজ ডুয়ো 5G বিশেষ ব্যাঙ্ক অফার সহ বিক্রি হবে।