Lava Blaze Duo ডুয়েল স্ক্রিন ও 64MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে

Lava Blaze Duo ফোনটি 6.67 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর এর রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলের ভিতরে সেকেন্ডারি ডিসপ্লে দেখা যাবে।

Julai Mondal 9 Dec 2024 10:15 PM IST

লাভা ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। দেশীয় কোম্পানির আসন্ন এই ফোনের নাম Lava Blaze Duo। কয়েকদিন আগে এর টিজার রিলিজ করা হয়েছিল এবং আজ ফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। জানা গেছে Lava Blaze Duo লঞ্চ হবে আগামী 16 ডিসেম্বর। লাভার ই-স্টোর ছাড়াও অ্যামাজন ইন্ডিয়া থেকে এটি কেনা যাবে। এই ডিভাইসটি Lava Agni 3 এর একটি সস্তা ভ্যারিয়েন্ট হবে। এতে থাকবে ডুয়েল স্ক্রিন, 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর।

Lava Blaze Duo এই ফিচারের সাথে আসবে

কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে লাভা ব্লেজ ডুও ফোনটি 6.67 ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর এর রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউলের ভিতরে সেকেন্ডারি ডিসপ্লে দেখা যাবে। এর সাইজ হবে 1.58 ইঞ্চি এবং এটি অ্যামোলেড প্যানেল হবে। ডিভাইসটি 8 জিবি পর্যন্ত র‌্যাম এবং 128 জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। লাভার এই ফোনে ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য লাভা ব্লেজ ডুও ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 চিপসেট ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য, এই স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে প্রধান ক্যামেরা হবে 64 মেগাপিক্সেল। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সফটওয়্যারের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে। এতে আপনি কোনো বিজ্ঞাপন বা ব্লটওয়্যার পাবেন না। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 15 আপডেটও আসবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। লাভা ব্লেজ ডুও দুটি রঙে লঞ্চ হতে চলেছে – সেলেস্টিয়াল ব্লু এবং আর্কটিক হোয়াইট।

Show Full Article
Next Story