Lava Blaze Pro 5G: দেশবাসীর জন্য সস্তায় 5G ফোন আনছে লাভা, ডিজাইন প্রকাশ করে চীনা ব্র্যান্ডদের চ্যালেঞ্জ

ভারতীয় স্মার্টফোন নির্মাতা লাভা বছরের প্রথমার্ধে, Lava Blaze 5G লঞ্চ করেছিল, যা দেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি ফোনগুলির মধ্যে একটি। ব্র্যান্ডটি সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা…

ভারতীয় স্মার্টফোন নির্মাতা লাভা বছরের প্রথমার্ধে, Lava Blaze 5G লঞ্চ করেছিল, যা দেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি ফোনগুলির মধ্যে একটি। ব্র্যান্ডটি সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা শীঘ্রই ফোনটির উচ্চতর সংস্করণ হিসাবে Lava Blaze Pro 5G রিলিজ করবে। অফিশিয়াল লঞ্চের আগে এবার ডিভাইসটির ছবি প্রকাশ করা হয়েছে।

Lava Blaze Pro 5G-এর ডিজাইন প্রকাশ

লাভা দ্বারা শেয়ার করা টিজারে দেখা গেছে যে, আসন্ন লাভা ব্লেজ প্রো ৫জি-তে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। স্ট্যান্ডার্ড মডেলে অবশ্য ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যায়। অন্যদিকে, গত সপ্তাহে ফাঁস হওয়া একটি ছবি ব্লেজ প্রো ৫জি-এর গ্রেডিয়েন্ট হোয়াইট কালার অপশনটি দেখিয়েছে। এছাড়াও, ছবি থেকে জানা গেছে যে এতে ৫০ মেগাপিক্সেল ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে। আর রেগুলার লাভা ব্লেজ ৫জি-এর মতো, প্রো-তেও সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থান করবে।

জানিয়ে রাখি, লাভা ব্লেজ প্রো ৫জি-তে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬০২০ চিপসেট ব্যবহৃত হবে। স্বাভাবিকভাবেই এটির দাম বিদ্যমান ব্লেজ ৫জি-এর থেকে বেশি হবে বলে অনুমান করা যায়। কোম্পানি সম্ভবত এটিকে ১৫,০০০ টাকার মধ্যেই উপলব্ধ করবে। ডিভাইসটির অন্যান্য বিবরণ এখনও নিশ্চিত করা হয়নি। তবে অন্যান্য লাভা ফোনের মতো, এটিও অ্যামাজনে বিক্রি হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, লাভা তাদের Probuds 22 নামের ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডটিকেও সম্প্রতি টিজ করছে। যা ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। এর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC)। পূর্বসূরি Lava Probuds 21-এর লঞ্চের সময় দাম ছিল ১,৪৯৯ টাকা। সুতরাং, মনে হচ্ছে যে Lava Probuds 22-এরও একই দাম থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন