Lava Blaze Pro স্বল্প বাজেটে বাজিমাত করবে, আসছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে

ভারতীয় স্মার্টফোন নির্মাতা লাভা তাদের আসন্ন Lava Blaze Pro হ্যান্ডসেটটি শীঘ্রই এদেশে লঞ্চ করতে চলেছে৷ আর দেশীয়...
Anwesha Nandi 8 Sept 2022 2:38 PM IST

ভারতীয় স্মার্টফোন নির্মাতা লাভা তাদের আসন্ন Lava Blaze Pro হ্যান্ডসেটটি শীঘ্রই এদেশে লঞ্চ করতে চলেছে৷ আর দেশীয় ব্র্যান্ডটি এবার তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে ডিভাইসটিকে টিজ করতেও শুরু করেছে। প্রসঙ্গত, আসন্ন হ্যান্ডসেটের নামটি দেখেই বোঝা যাচ্ছে যে, এটি গত জুলাই মাসে বাজারে আত্মপ্রকাশ করা Lava Blaze-এর একটি আপগ্রেডেড ভ্যারিয়েন্ট হবে। চলুন নয়া প্রোমোশনাল টিজার থেকে Lava Blaze Pro সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Lava Blaze Pro-এর প্রচারমূলক পোস্টার

লাভা মোবাইল তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন লাভা ব্লেজ প্রো-এর একটি টিজার শেয়ার করেছে, যা ফোনটির ডিজাইন সম্পর্কে সামান্য আভাস দিয়েছে। টিজার অনুযায়ী, এই লাভা হ্যান্ডসেটটি পাওয়ার বাটনে এম্বেড করা একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসতে চলছে। লাভা ব্লেজ প্রো-কে ব্লু এবং গোল্ড কালার অপশনে প্রদর্শন করা হয়েছে। তবে এগুলি ছাড়া স্মার্টফোনটির সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি সংস্থা।

https://twitter.com/LavaMobile/status/1567408211082489857?t=l2qqyNwC_JBWTkTQbb4hHw&s=19

প্রসঙ্গত, জিএসএমএরিনা (GSMArena) লাভা ব্লেজ প্রো-এর রিয়ার প্যানেলের একটি ছবি শেয়ার করেছে, যা থেকে জানা যাচ্ছে যে এই ডিভাইসটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল সহ আসবে। এই সেটআপে দুটি অতিরিক্ত লেন্সের সাথে যুক্ত একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করবে। রিপোর্টটি থেকে আরও জানা গেছে যে, আসন্ন লাভা ফোনটি ৬× জুম সাপোর্ট সহ আসবে। এতে ওয়াটারড্রপ স্টাইল নচ সহ ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, লাভা ব্লেজ প্রো ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট দ্বারা চালিত হতে পারে। আশা করা হচ্ছে, এই মডেলটি আগামী সপ্তাহেই ভারতে আত্মপ্রকাশ করবে। এটি স্ট্যান্ডার্ড লাভা ব্লেজের চেয়ে সামান্য ব্যয়বহুল হতে পারে।

উল্লেখ্য, Lava Blaze-এ গ্লাস ব্যাক প্যানেল রয়েছে যেখানে একটি বর্গাকার ক্যামেরা মডিউল এবং একটি প্রচলিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। ডিভাইসটির সামনে ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং একটি ৮ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার রয়েছে। স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, Lava Blaze ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

Show Full Article
Next Story