আজ অর্ডার করলেই ৭ হাজার টাকার Lava X3 ফোনের সাথে ৩ হাজার টাকার ইয়ারবাডস ফ্রি

গতপরশু অর্থাৎ ১৮ই ডিসেম্বর ভারতের বাজারে পা রেখেছিল Lava X3। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২০ই ডিসেম্বর থেকে ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে দেশেবাসীরা আলোচ্য…

গতপরশু অর্থাৎ ১৮ই ডিসেম্বর ভারতের বাজারে পা রেখেছিল Lava X3। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২০ই ডিসেম্বর থেকে ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে দেশেবাসীরা আলোচ্য হ্যান্ডসেটটিকে প্রি-অর্ডার করতে পারবেন। সর্বোপরি প্রত্যেক প্রি-অর্ডারকারীদের এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনের সাথে প্রায় ৩,০০০ টাকার সমতুল্য Lava ProBuds N11 নেকব্র্যান্ডটি বিনামূল্যে দেওয়া হবে। বিশেষত্বের কথা বললে Lava X3 ফোনে – HD+ ডিসপ্লে প্যানেল, ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন ওএস এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ৮,০০০ টাকার কম প্রাইজ রেঞ্জের অধীনে আসা সত্ত্বেও এই ডিভাইসে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার বিদ্যমান থাকছে। দাম ও ফিচারের নিরিখে মনে করা হচ্ছে এটি ভারতীয় বাজারে ইতিমধ্যেই বিদ্যমান – Redmi A1+, Realme C33 মডেলের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। চলুন সদ্য আগত Lava X3 স্মার্টফোনের দাম, প্রি-অর্ডার বিশদ ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

ভারতে লাভা এক্স৩ -এর দাম ও প্রি-অর্ডার বিশদ (Lava X3 price & pre-order details in india)

ভারতে লাভা এক্স৩ স্মার্টফোনের ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। এটি আর্কটিক ব্লু, চারকোল ব্ল্যাক এবং লস্টার ব্লু কালার বিকল্পে এসেছে।

প্রি-অর্ডারের বিষয়ে বললে, আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকেই ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) মাধ্যমে ফোনটি আগাম অর্ডার করতে পারবেন। অফারের কথা বললে, Lava X3 ফোনের প্রত্যেক প্রি-অর্ডারকারীদের ২,৯৯৯ টাকা মূল্যের Lava ProBuds N11 নেকব্র্যান্ডটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে এই অডিও প্রোডাক্টকে নিখরচায় পকেটস্থ করার শর্ত একটাই, ফোনটিকে আজই প্রি-অর্ডার করতে হবে।

লাভা এক্স৩ স্পেসিফিকেশন ও ফিচার (Lava X3 Specifications and Features)

ডুয়েল সিমের লাভা এক্স৩ ফোনে আছে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে থাকা পিল-আকৃতির মডিউলে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ভিজিএ (VGA) লেন্স। প্রসঙ্গত এই ক্যামেরা মডিউলের ঠিক পাশেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। আবার ফেস আনলক ফিচারও পাওয়া যাবে নিরাপত্তার জন্য।

পারফরম্যান্সের জন্য লাভা আনীত এই লেটেস্ট স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ২ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। স্টোরেজ হিসাব আলোচ্য ডিভাইসে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়ানো যাবে। এদিকে কানেক্টিভিটির জন্য ডিভাইসে – 4G VoLTE, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Lava X3 স্মার্টফোনে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন