Lava Yuva 2 5G সস্তায় পুষ্টিকর ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে বড় ব্যাটারি

লাভা যুবা 2 5G এর ক্যামেরা মডিউল যথেষ্ট আকর্ষণীয় এবং এতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। পিছনের প্যানেলে গ্লাস ব্যাক থাকার সম্ভাবনা রয়েছে।

Ankita Mondal 26 Dec 2024 11:01 AM IST

Lava Yuva 2 5G Teased: স্মার্টফোন ব্র্যান্ড লাভা কিছুদিন আগে ভারতীয় বাজারে তাদের ব্র্যান্ড নিউ Lava Blaze Duo স্মার্টফোন লঞ্চ করেছে। তবে সংস্থাটি ভারতীয় ক্রেতাদের জন্য আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে। লাভা গতকাল এক্স-এ নতুন ডিভাইস লঞ্চের জন্য একটি টিজার প্রকাশ করেছে। যদিও এর নাম প্রকাশ করা হয়নি। তবে এটি Lava Yuva 2 5G হতে পারে।

টিজারে স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের ডিজাইন টিজ করা হয়েছে। ডিভাইসটির ট্যাগলাইন রাখা হয়েছে 'আব দুনিয়া কো দিখা।' এদিকে টেকনিক্যাল মাস্তি চ্যানেল থেকে Lava Yuva 2 5G নিয়ে একটি ইউটিউব শর্টস ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও থেকে আসন্ন লাভা ডিভাইসের স্পেসিফিকেশন সামনে এসেছে।

লাভা ডিভাইসগুলি সাধারণত ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যায়। তাই আশা করা হচ্ছে যে এই আসন্ন লাভা ফোনটিও অ্যামাজনে পাওয়া যাবে। শীঘ্রই এর মাইক্রোসাইট প্ল্যাটফর্মে লাইভ হবে বলে মনে হচ্ছে। এর পাশাপাশি ব্র্যান্ডটি Lava Yuva 2 5G এর লঞ্চের তারিখও‌ শীঘ্রই শেয়ার করবে বলে আশা করা যায়।

Lava Yuva 2 5G এর ফিচার (প্রত্যাশিত)

লাভা যুবা 2 5G এর ক্যামেরা মডিউল যথেষ্ট আকর্ষণীয় এবং এতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। পিছনের প্যানেলে গ্লাস ব্যাক থাকার সম্ভাবনা রয়েছে। এর সাথে ট্র্যান্সপারেন্ট ব্যাক কভার, 18W চার্জার এবং একটি টাইপ-এ টু টাইপ-সি কেবল পাওয়া যাবে। লাভা যুবা 2 5G এর সামনে, সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। আর ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন থাকবে এবং বাম দিকে সিম কার্ড ট্রে পাওয়া যাবে। এঈ ফোনে 3.5মিমি অডিও জ্যাক এবং ইউএসবি-টাইপ সি পোর্ট দেওয়া হবে।

ভিডিওতে বলা হয়েছে, এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। এটি 6.67-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে সহ আসতে পারে, যা 700 নিটস পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মালি G52 জিপিইউ সহ ইউনিসক T760 প্রসেসর ব্যবহার করা হবে। এটি 4GB LPDDR4x RAM এবং 64GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

লাভা যুবা 2 5G ডিভাইসে 5000mAh ব্যাটারি দেওয়া হবে এবং এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলবে বলে আশা করা হচ্ছে এবং এর সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP52 রেটিং, 4 জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ডুয়াল স্টেরিও স্পিকার থাকবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story