Lava Yuva 2 Pro: চীনা ব্র্যান্ডের চোখরাঙানি এড়িয়ে ভারতেই বাইরে ফোন লঞ্চ করছে লাভা

গত ফেব্রুয়ারিতে জনপ্রিয় ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা তাদের Yuva 2 Pro স্মার্টফোনটি দেশীয় বাজারে লঞ্চ করেছিল। বর্তমানে ৭,৯৯৯ টাকা দামে উপলব্ধ এই ফোনে ওয়াটার-ড্রপ নচ…

গত ফেব্রুয়ারিতে জনপ্রিয় ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা তাদের Yuva 2 Pro স্মার্টফোনটি দেশীয় বাজারে লঞ্চ করেছিল। বর্তমানে ৭,৯৯৯ টাকা দামে উপলব্ধ এই ফোনে ওয়াটার-ড্রপ নচ সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং MediaTek Helio G37 প্রসেসর রয়েছে। ভারতে বাজারে পা রাখার কয়েক মাস পরে, এখন লাভা এই বাজেট রেঞ্জের ফোনটিকে বিশ্ব বাজারে লঞ্চ করার পরিকল্পনা করেছে বলে মনে করা হচ্ছে, কারণ এটি সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সাইটে উপস্থিত হয়েছে৷ আসুন তাহলে এই সার্টিফিকেশনটি থেকে Lava Yuva 2 Pro-এর গ্লোবাল মডেল সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

Lava Yuva 2 Pro পেল TDRA-এর অনুমোদন

দ্যটেকআউটলুক-এর রিপোর্ট অনুযায়ী, LZX408 মডেল নম্বর সহ লাভা যুবা ২ প্রো ফোনটি টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। যদিও সার্টিফিকেশন লিস্টিং এই হ্যান্ডসেটের স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি, তবে এটি নিশ্চিত করেছে যে ডিভাইসটি শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতের বাজারে লঞ্চ হবে। লাভা যুবা ২ প্রো ইতিমধ্যেই ভারতের বাজারে উপলব্ধ হওয়ার কারণে স্পেসিফিকেশনগুলি কোনও গোপনীয় বিষয় নয়। চলুন এর মূল বৈশিষ্ট্যগুলি ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Lava Yuva 2 Pro-এর স্পেসিফিকেশন

লাভা যুবা ২ প্রো-এ ৬.৫ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে এসেছে, যা এইচডি+ রেজোলিউশন, ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। এছাড়াও, এই ফোনে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম মিলবে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের প্রায় স্টক ভার্সনে চলে এই ফোন।

ক্যামেরার ক্ষেত্রে, Lava Yuva 2 Pro-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দুটি ভিজিএ (VGA) ক্যামেরা সেন্সর বর্তমান। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ডিভাইসটিতে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Lava Yuva 2 Pro-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াইফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১ এবং জিপিএস। অতিরিক্ত নিরাপত্তার জন্য, এই লাভা ফোনটিতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এছাড়াও এতে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং গ্লাস নির্মিত ব্যাক প্যানেল রয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন