Lava Yuva 5G vs Poco M6 5G: ৯,৫০০ টাকার কমে কোন 5G ফোন সেরা?
গত ৩০শে মে ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva 5G। এদেশে এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৯,৪৯৯ টাকা থেকে। Yuva সিরিজের অধীনে প্রথম...গত ৩০শে মে ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva 5G। এদেশে এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৯,৪৯৯ টাকা থেকে। Yuva সিরিজের অধীনে প্রথম 5G-এনাবল হ্যান্ডসেট হিসাবে লঞ্চ হওয়া এই মডেল ইউনিসক টি৭৫০ প্রসেসর দ্বারা চালিত। এছাড়া এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেল মুখ্য রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। দেখতে গেলে একসমান দাম ও প্রায় অনুরূপ ফিচারের সাথে গত বছর ২২শে ডিসেম্বর এদেশে আত্মপ্রকাশ করেছিল Poco M6 5G। ফলে এই মুহূর্তে এন্টার-লেভেল সেগমেন্টে Lava ফোনটির অন্যতম প্রতিদ্বন্দ্বী হল এই Poco হ্যান্ডসেট। তাই আজ আমরা Lava Yuva 5G এবং Poco M6 5G ফোনের মধ্যে তুলনামূলক আলোচনার করে কোনটি অধিক সেরা তা নির্ণয় করবো।
Lava Yuva 5G vs Poco M6 5G : দাম
এদেশের বাজারে লাভা ইউভা ৫জি ফোন মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ৯,৪৯৯ টাকা। আবার উচ্চতর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম থাকছে ৯,৯৯৯ টাকা। এটি - মিস্টিক ব্লু ও মিস্টিক গ্রীন কালারে এসেছে।
ভারতে পোকো এম৬ ৫জি স্মার্টফোনের দাম ৯,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। এছাড়া উচ্চতর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে যথাক্রমে ১০,৪৯৯ টাকা ও ১২,৪৯৯ টাকা। এটি দুটি আকর্ষণীয় কালার বিকল্পে লঞ্চ হয়েছে, যথা - ওরিয়ন ব্লু এবং গ্যালাকটিক ব্ল্যাক৷
Lava Yuva 5G vs Poco M6 5G : ডিসপ্লে
লাভা ইউভা ৫জি স্মার্টফোনে ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১৬০০ পিক্সেল) এলসিডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি - ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
পোকো এম৬ ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৬.৭৪-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
Lava Yuva 5G vs Poco M6 5G : প্রসেসর, র্যাম, স্টোরেজ, অপারেটিং সিস্টেম
ভালো পারফরম্যান্সের জন্য লাভা ইউভা ৫জি ফোনে ইউনিসক টি৭৫০ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এই চিপসেটের মধ্যে ২টি কর্টেক্স-৭৬ পারফরম্যান্স কোর এবং ৬টি কর্টেক্স-এ৫৫ এফিসিয়েন্সি কোর অন্তর্ভুক্ত৷ এতে ৪ জিবি র্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ উপলব্ধ। আবার অতিরিক্তভাবে এতে ৪ জিবি ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট করে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। লাভা ব্র্যান্ডের এই নয়া ফোন অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এই ওএস ব্লোটওয়্যার ফ্রি, অর্থাৎ অযাচিত বিজ্ঞাপন প্রদর্শন করবে না।
পোকো এম৬ ৫জি স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর সহ এসেছে। এটি ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। এই ডিভাইস অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে রান করে।
Lava Yuva 5G vs Poco M6 5G : ক্যামেরা বিভাগ
ক্যামেরা বিভাগের কথা বললে, Lava Yuva 5G ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল অক্সিলিয়ারি লেন্স। ডিভাইসের সামনের স্ক্রিন ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার বর্তমান।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Poco M6 5G স্মার্টফোন LED ফ্ল্যাশ যুক্ত ৫০ মেগাপিক্সেলের AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এক্ষেত্রে প্রাইমারি সেন্সরটি এফ/১.৮ অ্যাপারচার এবং PDAF বৈশিষ্ট্য সাপোর্ট করে। আবার ডিসপ্লের উপরি অংশে থাকা ওয়াটার-ড্রপ নচ কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত।
Lava Yuva 5G vs Poco M6 5G : ব্যাটারি
লাভা ইউভা ৫জি ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
পোকো এম৬ ৫জি স্মার্টফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে।
Lava Yuva 5G vs Poco M6 5G : পরিমাপ
লাভা ইউভা ৫জি ফোনের পরিমাপ ১৬৩.৩৬×৭৬.১৬×৯.১ মিমি এবং ওজন ২০৮ গ্রাম।
পোকো এম৬ ৫জি ফোনের পরিমাপ ১৬৮x৭৭.৯১x৮.১৯ মিমি এবং ওজন ১৯৫ গ্রাম।