Lava Yuva Star: চীনা ব্র্যান্ডদের গল্প শেষ! স্রেফ ৬,৪৯৯ টাকায় দেশীয় স্মার্টফোন লঞ্চ করল লাভা

ফার্স্ট টাইম মোবাইল ইউজারদের জন্য লাভা নিয়ে এলো একটি নতুন স্মার্টফোন, লাভা যুবা স্টার। এন্ট্রি লেভেল এই হ্যান্ডসেটটি বেশ কিছু উল্লেখযোগ্য ফিচারের পাশাপাশি ভালো পারফরম্যান্স এবং উন্নত ব্যাটারি লাইফ অফার করে।

Lava yuva star Launched in India price rs 6499 specifications features

লাভা অবশেষে ভারতের বাজারে লঞ্চ করলো তাদের যুবা সিরিজের নতুন মডেল, লাভা যুবা স্টার। এই বাজেট রেঞ্জের ফোনটি উন্নত কর্মক্ষমতা এবং আকর্ষণীয় ডিজাইন উভয়ই অফার করে। লাভার নয়া ফোনে গ্লসি ব্যাক ডিজাইন, এইচডি+ নচ ডিসপ্লে, বিভিন্ন শুটিং মোড সহ ১৩ মেগাপিক্সেলের ডুয়েল এআই রিয়ার ক্যামেরা, ইউনিসক প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ভারতের বাজারে লাভা যুবা স্টারের দাম ৬,৫০০ টাকারও কম। আসুন তাহলে এই নবাগত হ্যান্ডসেটটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

লাভা যুবা স্টার ফোনের মূল্য এবং লভ্যতা

লাভা যুবা স্টারের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। এটি হোয়াইট, ব্ল্যাক এবং ল্যাভেন্ডারের মতো কালার অপশনে উপলব্ধ। চলতি মাস থেকেই সারা ভারত জুড়ে বিভিন্ন রিটেইল আউটলেটে ডিভাইসটি পাওয়া যাবে।

লাভা যুবা স্টার ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

লাভা যুবা স্টার ফোনের সামনে ৬.৭৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি অক্টা-কোর ইউনিসক ৯৮৬৩এ প্রসেসরে চলে, যার সাথে ৪ জিবি র‍্যাম (অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম) এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, লাভা যুবা স্টার ফোনের রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, লাভা যুবা স্টার বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০ ওয়াট টাইপ-সি চার্জার সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনে রান করে। উল্লেখযোগ্যভাবে, লাভা যুবা স্টার কোনও প্রি-ইনস্টল করা অ্যাপ ছাড়াই ব্লোটওয়্যার-মুক্ত অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। এটিতে নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক ফিচারটি মিলবে। এছাড়া, লাভা যুবা স্টার ফোনে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫.১ – এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন