এবার অল্প টাকাতেই কিনতে পারবেন ইলেকট্রিক স্কুটার, খরচ মাত্র ৯৯৯ টাকা
ইলেকট্রিক টু হুইলার স্টার্টআপ Lectrix EV লঞ্চ করল নতুন ইলেকট্রিক স্কুটার NDuro। এই স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট নিয়ে আসা হয়েছে। ৪২ লিটার স্টোরেজ রয়েছে স্কুটারে।
বাজারে হাজির আরও এক ইলেকট্রিক স্কুটার নাম Lectrix NDuro। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্কুটির ব্যাটারি লিজ নেওয়া যাবে। এটির দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা - NDuro 2.0 এবং NDuro 3.0। স্কুটারের দাম শুরু ৮৪,৯৯৯ টাকা থেকে। ৪২ লিটার স্টোরেজ, ব্লুটুথ-সহ ঠাসা ফিচার্স রয়েছে এই দু’চাকায়।
Lectrix NDuro ইলেকট্রিক স্কুটারের বিশেষত্ব কী?
ক্রেতারা এই স্কুটার ব্যাটারি লিজ নেওয়ার মাধ্যমে কিনতে পারেন। এক্ষেত্রে NDuro 2.0 এর খরচ পড়বে ৫৭,৯৯৯ টাকা। ব্যাটারি লিজ নেওয়ার সাবস্ক্রিপশন খরচ শুরু মাসিক ৯৯৯ টাকা থেকে। Nduro 2.0 স্কুটারের দাম ৮৪,৯৯৯ টাকা এবং NDuro 3.0 মডেলের দাম ৯৪,৯৯৯ টাকা। এই দুই ইলেকট্রিক স্কুটির বুকিং শুরু হবে ৭ ডিসেম্বর থেকে।
Lectrix NDuro ইলেকট্রিক স্কুটার : ব্যাটারি ক্যাপাসিটি, ফিচার্স ও রেঞ্জ
NDuro 2.0 মডেলে পাওয়া যাবে ২.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। ফুল চার্জে রেঞ্জ ৯০ কিলোমিটার। Nduro 3.0 মডেলে রয়েছে ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। এটির ফুল চার্জে রেঞ্জ ১১৭ কিলোমিটার। স্কুটারের সর্বোচ্চ গতি ৬৫ কিমি প্রতি ঘণ্টা। ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৫.১ সেকেন্ড।
দুই স্কুটারেই ফিচার্স রয়েছে ঠাসা। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য LED প্রোজেক্টর হেডল্যাম্প, ৪২ লিটার স্টোরেজ, ৫ ইঞ্চি কালার এলসিডি স্ক্রিন (NDuro 2.0), ৫ ইঞ্চি TFT স্ক্রিন (NDuro 3.0), মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, ব্যাটারি স্টেটাস, হিল-হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড, থেফট এলার্ট ইত্যাদি।
ইলেকট্রিক টু হুইলার স্টার্টআপ Lectrix EV লঞ্চ করল নতুন ইলেকট্রিক স্কুটার NDuro। এই স্কুটারের দুটি ভ্যারিয়েন্ট নিয়ে আসা হয়েছে। ৪২ লিটার স্টোরেজ রয়েছে স্কুটারে।