Lenovo Xiaoxin Pad Pro 2022 লঞ্চ হল Snapdragon 870 ও Kompanio 1300T প্রসেসরের সাথে

Lenovo Xiaoxin Pad Pro 2022 অবশেষে চীনে লঞ্চ হল। এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটিকে Lenovo Legion Y70 ফোনের সাথে বাজারে আনা...
Julai Modal 19 Aug 2022 10:46 AM IST

Lenovo Xiaoxin Pad Pro 2022 অবশেষে চীনে লঞ্চ হল। এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটিকে Lenovo Legion Y70 ফোনের সাথে বাজারে আনা হয়েছে। নতুন এই ট্যাবে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০/ মিডিয়াটেক কম্প্যানিও ১৩০০টি প্রসেসর। আবার Lenovo Xiaoxin Pad Pro 2022 বিশাল বড় ৮,২০০ এমএএইচ ব্যাটারি ও ডলবি অ্যাটমস সাপোর্ট সহ এসেছে। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

লেনোভো শাওক্সচিন প্যাড প্রো ২০২২ এর দাম (Lenovo Xiaoxin Pad Pro 2022 Price)

লেনোভোর নতুন ট্যাবলেটের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৭০০ টাকা)। আবার ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ স্ন্যাটড্রাগন প্রসেসর ভ্যারিয়েন্টের দাম ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,২০০ টাকা)। আগামী ২৬ আগস্ট থেকে এর সেল শুরু হবে।

লেনোভো শাওক্সচিন প্যাড প্রো ২০২২ স্পেসিফিকেশন (Lenovo Xiaoxin Pad Pro 2022 Specifications)

Lenovo Xiaoxin Pad Pro 2022 -এ আছে ১১.২ ইঞ্চি ওলেড ডিসপ্ল, যার রেজোলিউশন ২.৫কে পিক্সেল (2.5K)। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিটস পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন সাপোর্ট সহ এসেছে। এই ডিভাইসটি Xiaoxin stylus এর সাথে কাজ করবে। আবার দুর্দান্ত সাউন্ড অফার করতে, ট্যাবটি ডলবি অ্যাটমস সাপোর্ট সহ জেবিএল এর কোয়াড স্পিকার সহ এসেছে।

পারফরম্যান্সের কথা বললে, Lenovo Xiaoxin Pad Pro 2022 দু'ধরণের প্রসেসর ভ্যারিয়েন্টে এসেছে - কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ও মিডিয়াটেক কম্প্যানিও ১৩০০টি। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৮,২০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। আবার সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক জেডইউআই ১৪ ফর প্যাড কাস্টম স্কিনে চলবে।

Show Full Article
Next Story