Lenovo YOGA Pro 14s Carbon 2022, YOGA 16s 2022 ল্যাপটপ AMD প্রসেসরের সাথে লঞ্চ হল

Lenovo সম্প্রতি তাদের ঘরেলু বাজারে দুটি নয়া তথা অ্যাডভান্স ফিচারে ভরপুর ল্যাপটপক লঞ্চ করলো। YOGA Pro 14s Carbon 2022 এবং YOGA 16s 2022 নামের ল্যাপটপদ্বয়কে…

Lenovo সম্প্রতি তাদের ঘরেলু বাজারে দুটি নয়া তথা অ্যাডভান্স ফিচারে ভরপুর ল্যাপটপক লঞ্চ করলো। YOGA Pro 14s Carbon 2022 এবং YOGA 16s 2022 নামের ল্যাপটপদ্বয়কে সংস্থার জনপ্রিয় YOGA সিরিজের অধীনে নিয়ে আসা হয়েছে। ২০২২ এডিশনে এই নোটবুক দুটি মাইক্রোসফ্টের লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করবে। আর উন্নত পারফরম্যান্সের জন্য এগুলি এএমডি রাইজেন ৫০০ সিরিজ প্রসেসর সহ এসেছে। উভয় মডেলই ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি অফার করবে। তবে ডিসপ্লে সাইজ ও ফিচার ল্যাপটপ দুটিকে পৃথক করেছে। আসুন Lenovo YOGA Pro 14s Carbon 2022 এবং YOGA 16s 2022 এর দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Lenovo YOGA Pro 14s Carbon 2022, YOGA 16s 2022 দাম

লেনোভো যোগা প্রো ১৪এস ২০২২ ল্যাপটপের দাম ৭,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ৯৩,২৫০ টাকা। অন্যদিকে, যোগা ১৬এস ২০২২ এর দাম থাকছে ৮,২৯৯ ইউয়ান বা প্রায় ৯৬,৭৫০ টাকা। এগুলি আপাতত চীনে উপলব্ধ। ভারত সহ আন্তর্জাতিক বাজারে কতদিনে এই ল্যাপটপগুলি নিয়ে আসা হবে তা এখনো জানা যায়নি।

Lenovo YOGA Pro 14s Carbon 2022 স্পেসিফিকেশন

নাম দেখেই আশা করি বুঝতে পারছেন, লেনোভোর এই ল্যাপটপে একটি ১৪ ইঞ্চির (২,৮৮০x১,৮০০ পিক্সেল) OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% DCI-P3 কালার গ্যামাট, ৬০০ নিট পিক ব্রাইটনেস এবং ১.০৭ বিলিয়ন কালার সাপোর্ট করে। এছাড়া ডিসপ্লেটি ডলবি ভিশন এবং ডিসপ্লেএইচডিআর ট্রু ব্ল্যাক ৫০০ সার্টিফিকেশন সহ এসেছে।

‘স্লিম অ্যান্ড ট্রিম’ ডিজাইনের YOGA Pro 14s Carbon ল্যাপটপে অডিও আউটপুটের ক্ষেত্রে ডলবি অ্যাটমসের সাপোর্ট পাওয়া যাবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এটি এএমডি রাইজেন ৭ ৫৮০০ইউ প্রসেসরে কাজ করবে। আর স্টোরেজ হিসাবে এতে, ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি বর্তমান। আবার, কানেক্টিভিটির জন্য যোগা সিরিজের এই নোটবুকে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, কার্ড রেডার এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। YOGA Pro 14s Carbon, ৬১ ওয়াট আওয়ার পাওয়ারের ব্যাটারি সহ এসেছে এবং এর ওজন ১.০৮ কেজি।

Lenovo YOGA 16s 2022 স্পেসিফিকেশন

লেনোভো যোগা ১৬এস ২০২২ ল্যাপটপের স্ক্রিন সাইজ পূর্ববর্তী নোটবুকের তুলনায় খানিকটা বেশি। সেক্ষেত্রে এতে, ১৬:১০ এসপেক্ট রেশিও যুক্ত একটি ১৬ ইঞ্চির (২,৫৬০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ১০০% sRGB কালার গ্যামাট ক্যালিব্রেশন এবং HDR টেকনোলজি সহ এসেছে। এই ডিসপ্লে, সর্বোচ্চ ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে এবং এর রিফ্রেশ রেটকে ১২০ হার্টজ / ১০-বিট এবং ১৪৪ হার্টজ / ৮-বিট এর মধ্যে অ্যাডজাস্ট বা পরিবর্তন করা যাবে। জানিয়ে রাখি, এই ডিসপ্লে, ১০-বিট মোডে ১.০৭ মিলিয়ন কালার এবং ৮-বিট মোডে ১৬.৭ মিলিয়ন কালার আউটপুট দিতে সক্ষম।

এবার আসা যাক পারফরম্যান্সের ও অন্যান্য ফিচারের প্রসঙ্গে। YOGA 16s 2022 ল্যাপটপে, শক্তিশালী রাইজেন ৭ ৫৮০০এইচ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ ফ্রন্টের ক্ষেত্রে এতে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি পাওয়া যাবে। এছাড়া, কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ওয়াই-ফাই ৬, দুটি ইউএসবি টাইপ-এ ৩.২ জেনার পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, এসডি কার্ড স্লট, এইচডিএমআই পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Lenovo এর এই নয়া ল্যাপটপে ৭৫ ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি উপস্থিত।