বাড়িতে নিন সিনেমা হলের আনন্দ, লঞ্চ হল Lenovo Yoga T500 Play Edition প্রজেক্টর

গত সেপ্টেম্বর মাসে Smart Projector T500 লঞ্চের পর, জনপ্রিয় চীনা টেক ব্র্যান্ড Lenovo আনলো তাদের দ্বিতীয় প্রজেক্টর Lenovo YOGA T500 Play Edition। এর দাম রাখা…

গত সেপ্টেম্বর মাসে Smart Projector T500 লঞ্চের পর, জনপ্রিয় চীনা টেক ব্র্যান্ড Lenovo আনলো তাদের দ্বিতীয় প্রজেক্টর Lenovo YOGA T500 Play Edition। এর দাম রাখা হয়েছে প্রায় ৩৫,০০০ টাকার কাছাকাছি। সদ্য লঞ্চ হওয়া নতুন স্মার্ট প্রজেক্টরটি ২২,৫০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটির সাথে এসেছে, যা ৫ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করে। এছাড়া এতে পাওয়া যাবে কোয়াড কোর প্রসেসর ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট। আসুন Lenovo YOGA T500 Play Edition-এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Lenovo YOGA T500 Play Edition দাম ও লভ্যতা

লেনোভো যোগা টি ৫০০ প্লে এডিশন প্রজেক্টরটির দাম রাখা হয়েছে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৬৮০ টাকা)। যদিও লঞ্চ অফারে এটি শুরুতে ২,৬৯৯ ইউয়ানে (প্রায় ৩২,১১৮ টাকা) পাওয়া যাবে।

Lenovo YOGA T500 Play Edition ফিচার ও স্পেসিফিকেশন

নতুন লেনোভো যোগা টি৫০০ প্লে এডিশন প্রজেক্টরে ডিএলপি প্রজেক্টর টেকনোলজি সমর্থন করে এবং এতে রয়েছে ০.০২ ইঞ্চি ডিএমডি ডিজিটাল মাইক্রোমিরর চিপ। পাশাপাশি এটি ১০৮০পি ফিজিক্যাল রেজিলিউশন এবং ফোরকে কম্পিটেবল রেজিলিউশন অফার করবে। আবার
এটি এইচডিআর১০ প্লাস, এইচএলজি ডুয়েল হাই ডাইনামিক ডিকোডিং সাপোর্ট সহ এসেছে। নতুন এই প্রজেক্টরে যুক্ত হয়েছে লেনোভোর এক্সক্লুসিভ ইউপি ইমেজ কোয়ালিটি ইঞ্জিন অ্যালগরিদম, যা ইমেজ নয়েজ কমাতে এবং কনট্রাস্ট বাড়াতে সাহায্য করবে।

সদ্য লঞ্চ হওয়া লেনোভো যোগা টি৫০০ প্লে এডিশন প্রজেক্টরের প্রজেকশন রেশিও ১.২:১, প্রজেকশন অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ এবং প্রজেকশন ডিসট্যান্স ০.৮-৮ মিটার। এর প্রস্তাবিত প্রজেকশন সাইজ ৬০ থেকে ১২০ ইঞ্চি। প্রজেক্টরটির সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো ইনবিল্ড ডেডিকেটেড ফোকাস লেন্স, যার মাধ্যমে মেশিনটি ঘোরালে কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করলেও এটি স্বয়ংক্রিয়ভাবে ফোকাস নিয়ে নেবে। এর অটোমেটিক ভার্টিক্যাল ও ফোর পয়েন্ট হরাইজন্টাল সংশোধন ক্ষমতা থাকার জন্য এটি সম্ভব। এগুলি ছাড়াও প্রজেক্টরটিতে পাওয়া যাবে ১০ওয়াটের ফুল রেঞ্জ স্পিকার ও দুটি প্যাসিভ রেডিয়েটরের সাথে, যা মিডিয়াম এবং হাই রেঞ্জের পরিষ্কার ও শক্তিশালী বেস দেবে।

নয়া Lenovo YOGA T500 Play Edition প্রজেক্টরে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর টি৯৭২-এইচ প্রসেসর। সাথে আছে ২ জিবি ডিডিআর মেমোরি এবং ১৬ জিবি এমএমসি ফ্লাশ মেমোরি। তবে প্রজেক্টরটির মধ্যে সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় হলো, এর শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি। এতে রয়েছে ইনবিল্ট ২২৫০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি, যা ৫ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করবে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো জায়গায় থিয়েটারের মত মুভি দেখার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন