জলের দরে দুর্ধর্ষ স্মার্টফোন আনল LeTV, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সহ ঠাসা ফিচার্স
লিটিভি লঞ্চ করলো তাদের নতুন ফোনটি লিটিভি এস৩ প্রো। আইফোনের মতো রিয়ার ডিজাইন সহ ফোনটি বেশকিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হয়েছে। ফোনটি পূর্বসূরির তুলনায় আরও মূল্যে আত্মপ্রকাশ করেছে।
সুপরিচিত প্রযুক্তি সংস্থা, লিটিভি তাদের লেটেস্ট স্মার্টফোন, লিটিভি এস৩ প্রো মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছে। এটি তাদের গত বছর লঞ্চ হওয়া লিটিভি এস২ প্রো স্মার্টফোনের উত্তরসূরি হিসেবে বেশকিছু আপগ্রেড সহ আত্মপ্রকাশ করেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল পূর্বসূরির তুলনায় লিটিভি এস৩ প্রো ফোনের দাম কম। এই হ্যান্ডসেটটিতে এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন নবাগত লিটিভি এস৩ প্রো হ্যান্ডসেটের দাম, সকল স্পেসিফিকেশন এবং ফিচার সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
লিটিভি এস৩ প্রো ফোনের স্পেসিফিকেশন
লিটিভি এস২ প্রো ফোনের রিয়ার ক্যামেরা সেটআপের ডিজাইনটি আইফোনের ক্যামেরা মডিউলের মতো। নতুন লিটিভি এস৩ প্রো ফোনটিও এই একই ডিজাইন বজায় রেখেছে। আর হ্যান্ডসেটের সামনে ৬.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৫ চিপসেটটি যুক্ত রয়েছে, ফোনটিতে স্থায়িত্বের জন্য একটি মেটাল মিড-ফ্রেম বিদ্যমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, লিটিভি এস৩ প্রো ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। ফটোগ্রাফির জন্য, এর ট্রিপল ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা রয়েছে। ফোনটি দুটি কালার অপশনে উপলব্ধ: হোয়াইট এবং ব্ল্যাক। এতে স্টেরিও স্পিকারও রয়েছে।
লিটিভি এস৩ প্রো ফোনের দাম
লিটিভি এস৩ প্রো ফোনটি চীনা বাজারে মাত্র ৬৯৯ ইউয়ান (প্রায় ৮,০৫০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছে, যেখানে এর পূর্বসূরি লিটিভি এস২ প্রো ফোনের দাম ছিল ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৫০০ টাকা)। ফলে ফোনটি অনেকটাই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। তবে লিটিভি এস৩ প্রো গ্লোবাল মার্কেটে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।
লিটিভি লঞ্চ করলো তাদের নতুন ফোনটি লিটিভি এস৩ প্রো। আইফোনের মতো রিয়ার ডিজাইন সহ ফোনটি বেশকিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হয়েছে। ফোনটি পূর্বসূরির তুলনায় আরও মূল্যে আত্মপ্রকাশ করেছে।