অবিকল iPhone 13 এর মতো স্মার্টফোন লঞ্চ হল, দাম 6,000 টাকারও কম
লিটিভি (LeTV) চীনে একটি নতুন সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট লঞ্চ করেছে, যার নাম LeTV Y1 Pro+। বাজেট ফোন হলেও এর ডিজাইন শৈলী...লিটিভি (LeTV) চীনে একটি নতুন সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট লঞ্চ করেছে, যার নাম LeTV Y1 Pro+। বাজেট ফোন হলেও এর ডিজাইন শৈলী চমকে দিতে পারে ক্রেতাদের। কারণ এটি অবিকল Apple iPhone 13-এর মতো দেখতে। Letv Y1 Pro+ ফোনের ব্যাক প্যানেলেও iPhone 13-এর অনুরূপে ক্যামেরা অবস্থান করছে। সাদৃশ্য এতটাই যে, প্রথম নজরে অনেকেই ফোনটিকে আইফোন ভেবে বিভ্রান্ত হতে পারেন। যদিও, বাজেট রেঞ্জের LeTV Y1 Pro+এ এলসিডি ডিসপ্লে, UNISOC Tiger T610 প্রসেসর, আট মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে লিটিভি এই নয়া হ্যান্ডসেটটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
লিটিভি ওয়াই১ প্রো প্লাস-এর দাম ও লভ্যতা - LeTV Y1 Pro+ Price and Availability
চীনের বাজারে লিটিভি ওয়াই১ প্রো প্লাস-এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৯৯ ইউয়ান (প্রায় ৫,৭৫০ টাকা)। এছাড়াও, এই ফোনের ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলির মূল্য যথাক্রমে ৫৯৯ ইউয়ান (প্রায় ৬,৮৭৫ টাকা) এবং ৬৯৯ ইউয়ান (প্রায় ৮,০৫০ টাকা)। ডিভাইসটি স্টারলাইট হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং স্টারি ব্লু-এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। বর্তমানে লিটিভি ওয়াই১ প্রো প্লাস মডেলটি দেশীয় বাজারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে এবং আগামী ২৪ নভেম্বর থেকে এর সেল শুরু হবে। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, তা জানা যায়নি।
লিটিভি ওয়াই১ প্রো প্লাস-এর স্পেসিফিকেশন - LeTV Y1 Pro+ Specifications
লিটিভি ওয়াই১ প্রো প্লাস-এ রয়েছে ১,৫৬০ x ৭২০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির এলইডি স্ক্রিন। ডিভাইসটি ইউনিসক টাইগার টি৬১০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এই চিপটি ১২ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত। প্রসেসরটির একটি কর্টেক্স-এ৭৫ কোরের ক্লক স্পিড ২.১৮ গিগাহার্টজ এবং ছয়টি কর্টেক্স-এ৫৫ কোরের ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ। আবার, গ্রাফিক্সের জন্য এর সাথে মালি-জি৫২ জিপিইউ-টি যুক্ত রয়েছে। লিটিভি ওয়াই১ ৪ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে।
ফটোগ্রাফির জন্য, LeTV Y1 Pro+ হ্যান্ডসেটটির আইফোন ১৩-সদৃশ বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউলের মধ্যে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি ডামি সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। স্পষ্টতই, ডামি সেন্সরটি এটিকে আইফোনের মতো লুক দিয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Y1 Pro+এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।