ফ্ল্যাট-গাড়ির চেয়েও বেশি দামে ভারতে লঞ্চ হল LG-র বহু প্রতীক্ষিত এই OLED TV, বিশেষত্ব কী?

প্রায় তিন বছর আগে CES ইভেন্টে নতুন রোলেবল OLED (ওএলইডি) টিভির ঝলক প্রকাশের পর, এখন এটিকে ভারতে লঞ্চ করেছে LG (এলজি)। এই...
Anwesha Nandi 26 May 2022 12:34 AM IST

প্রায় তিন বছর আগে CES ইভেন্টে নতুন রোলেবল OLED (ওএলইডি) টিভির ঝলক প্রকাশের পর, এখন এটিকে ভারতে লঞ্চ করেছে LG (এলজি)। এই টিভিটি বাজারে আল্ট্রা-প্রিমিয়াম রেঞ্জের অধীনে পা রেখেছে। কিন্তু যদি কেউ এটিকে কেনার ইচ্ছে রাখেন, তবে দাঁড়ান! LG-র এই টিভি কেনা আমার আপনার পক্ষে সহজ না হওয়াই স্বাভাবিক, আর তার কারণ এর দাম।

আসলে ভারতে নতুন হাই-এন্ড এলজি রোলেবল ওএলইডি টিভির দাম রাখা হয়েছে ৭৫ লাখ টাকা। নিঃসন্দেহে এই টাকার অঙ্ক একটি দামী ফ্ল্যাট বাড়ি বা বিএমডব্লিউ (BMW), অডি (Audi) গাড়ির মূল্যের সামিল। তাই এটি সাধারণ মানুষের বাড়ির দৃষ্টি বর্ধন করবে না বলেই ধরে নেওয়া যায়! যদিও কোম্পানির আশা এই টিভি ভারতেও প্রচুর বিক্রি হবে। এই প্রসঙ্গে বলে রাখি, এই সিরিজে অন্যান্য সাইজের ওএলইডি টিভিও লঞ্চ হয়েছে যার প্রারম্ভিক মূল্য ৮৯,৯৯০ টাকা।

কেন এত চড়া দামে বিক্রি হবে এই LG টিভি?

আলোচ্য এলজি রোলেবল ওএলইডি টিভির উচ্চমূল্যের কারণ এতে ব্যবহৃত রোলেবল প্রযুক্তি। কোম্পানির মতে এটি ৫০,০০০ ঘূর্ণন বা রোলেও পরিষেবা দিয়ে যাবে। মূলত এই বিশেষ ফিচারের কারণেই টিভিটির দামের সাথে কোনো আপোষ করা হয়নি। তবে অনেকেই বলছেন যে এই টিভিতে এলজির ওএলইডি লাইনআপের অন্যান্য টিভির মত সেরা ছবির গুণমান দেওয়া হয়নি।

রোলেবল LG OLED টিভির ফিচার

এই এলজি রোলেবল টিভি 4K রেজোলিউশন ও ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে। সাথে রয়েছে ডলবি ভিশন সাপোর্ট। ক্রেতারা এর ৭৭ ইঞ্চি এবং ৮৮ ইঞ্চি স্ক্রিন সাইজ পাবেন। এদিকে কানেক্টিভিটির জন্য টিভিটি এইচডিএমআই ২.১ অপশন বহন করবে। উল্লেখ্য, কোম্পানি এতে ওয়েবওএস (WebOS) এবং এ৯ জেন৫ এআই (a9 Gen5 AI) প্রসেসর ব্যবহার করেছে। আর এতে অ্যামাজন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, ডলবি অ্যাটমোস ইত্যাদি ফিচার পাওয়া যাবে।

Show Full Article
Next Story