দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি সহ ভারতে এল LG Tone Free FP9, Tone Free FP3 ও Tone Free FP5 ইয়ারফোন
ভারতীয় বাজারে LG একগুচ্ছ নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন সিরিজ লঞ্চ করল। এগুলি হল LG Tone Free FP9, Tone Free FP3...ভারতীয় বাজারে LG একগুচ্ছ নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন সিরিজ লঞ্চ করল। এগুলি হল LG Tone Free FP9, Tone Free FP3 এবং Tone Free FP5। এলজি ব্র্যান্ডের অডিও পোর্টফোলিওতে নয়া সংযোজন এই ইয়ারবাডগুলি ছোট স্টেম ডিজাইনের ইন ইয়ার স্টাইলের সাথে এসেছে। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার। শুধু তাই নয়, এই সিরিজের ইয়ারবাডগুলিতে আল্ট্রাভায়োলেট লাইটযুক্ত ইউভিন্যানো চার্জিং কেস থাকবে, যা ইয়ারবাডগুলিকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে সাহায্য করবে বলে দাবি করেছে সংস্থাটি। উপরন্তু, এগুলি জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে IPX4 রেটিং প্রাপ্ত। চলুন দেখে নেওয়া যাক LG Tone FP সিরিজের LG Tone Free FP9, Tone Free FP3 এবং Tone Free FP5 ইয়ারবাডগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
LG Tone Free FP9, Tone Free FP3 এবং Tone Free FP5 ইয়ারবাডগুলির দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে এলজি টোন ফ্রি এফপি সিরিজের ইয়ারবাডগুলির দাম শুরু হচ্ছে ১৩,৯৯০ টাকা থেকে। তবে কোন মডেলের দাম কি হবে তা এখনো পর্যন্ত জানা যায় নি। চারকোল ব্ল্যাক এবং পার্ল হোয়াইট এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারবাডগুলি। এগুলির সেলের দিনক্ষণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে নতুন ইয়ারবাডগুলি এলজির নিজস্ব ই-সাইট এবং পার্টনার চ্যানেলগুলি থেকে কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
LG Tone Free FP9, Tone Free FP3 এবং Tone Free FP5 ইয়ারবাডগুলির ফিচার এবং স্পেসিফিকেশন
আগেই বলা হয়েছে এলজি টোন ফ্রি এফপি ওয়্যারলেস সিরিজের ইয়ারবাডগুলি ছোট স্টেম ডিজাইন সহ ইন- ইয়ার ডিজাইনের সাথে এসেছে। ইউজারদের স্বাচ্ছন্দ দেওয়ার জন্য এবং কানে ঠিকমতো আটকে রাখার জন্য ইয়ারবাডগুলিতে থাকবে সিলিকন জেল। সংস্থাটি দাবি করেছে, এই ইয়ার জেলগুলি হাইপো এলার্জেনিক এবং স্কিনে কোনরকম অস্বস্তি তৈরি করবে না। শুধু তাই নয়, এতে সিলিকন এজিংযুক্ত ডায়াফ্রাম এবং ড্রাইভার ব্যবহৃত হয়েছে।
নবাগত ইয়ারবাড সিরিজের সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্য হল এর ইউভি ন্যানো চার্জিং কেস। এটি আল্ট্রাভায়োলেট লাইট সরবরাহ করতে সক্ষম, যা ইয়ারবাডগুলির ব্যাকটেরিয়া এবং ভাইরাস নষ্ট করে এর হাইজিন বজায় রাখবে।
অন্যদিকে , এই নতুন এলজি টোন ফ্রি এফপি ওয়্যারলেস সিরিজের ইয়ারফোনের প্রত্যেকটি ইয়ারবাডে তিনটি করে মাইক উপলব্ধ। এর প্রিমিয়াম ফিচারের মধ্যে অন্যতম হল অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন। উপরন্তু, তিনটি মডেলের ইয়ারফোনেই সুইফট পেয়ার কানেকশন সাপোর্ট করবে। ফলে খুব সহজেই ইয়ারফোনগুলি আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তদুপরি, ইয়ারবাডগুলিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভি ৫.২ ভার্শন। তাছাড়া এলজিটোন ফ্রি অ্যাপের মাধ্যমে গেম মোডগুলি সেট করা যাবে। ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে এতে রয়েছে হুইস্পারিং মোড। এই মোডটিও টোন ফ্রি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেক্ষেত্রে ব্যবহারকারীকে ডান কানের ইয়ারবাডটি খুলে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে হবে।
এর মধ্যে LG Tone Free FP9 ইয়ারফোনটি প্লাগ এবং ওয়্যারলেস উভয় পদ্ধতিতে চার্জিং সাপোর্ট করবে। ফলে এর চার্জিং কেসটি ব্লুটুথ কনভার্টার হিসেবেও ব্যবহারযোগ্য। উপরন্তু ইয়ারবাডগুলিতে ফাইন্ড মাই ফোন ফিচার উপলব্ধ। এমনকি নতুন ইয়ারবাডগুলি IPX4 রেটিং প্রাপ্ত, যা জল এবং ঘাম থেকে এগুলিকে সুরক্ষা দেবে।
এবার আসা যাক ইয়ারফোনগুলির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থাটি দাবি করেছে, LG Tone Free FP9 ইয়ারফোন চার্জিং কেস ছাড়া একবার পুরোপুরি চার্জে ১০ ঘন্টা পর্যন্ত প্লে টাইম এবং চার্জিং কেস সমেত ২৪ ঘন্টা প্লে টাইম অফার করতে সক্ষম। অন্যদিকে, Tone Free FP5 ইয়ারবাড একক চার্জে চার্জিং ছাড়া ৮ ঘণ্টা এবং চার্জিং কেস সমেত ২২ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে।