6000 টাকা দাম কমলো Samsung এর বেস্ট 5G ফোনের, সীমিত সময়ের অফার

Samsung তাদের একটি 5G ফোনের দাম সীমিত সময়ের জন্য কমালো। ফ্লিপকার্টে এই সুযোগ পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইটটি Samsung...
Julai Modal 21 Aug 2024 12:01 AM IST

Samsung তাদের একটি 5G ফোনের দাম সীমিত সময়ের জন্য কমালো। ফ্লিপকার্টে এই সুযোগ পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইটটি Samsung Galaxy F34 নামের এই জনপ্রিয় ডিভাইসটি 6000 টাকা কমে বিক্রি করছে। এই ডিভাইসে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6000 এমএএইচ ব্যাটারি। চলুন স্যামসাংয়ের এই স্মার্টফোনের সাথে কি কি অফার দেওয়া হচ্ছে।

Samsung Galaxy F34 ফোনের সাথে লোভনীয় অফার পাওয়া যাচ্ছে

স্যামসাং গ্যালাক্সি এফ34 এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টটি 20,999 টাকায় লঞ্চ হয়েছিল। এখন এই ফোনটি ফ্লিপকার্টে 6,000 টাকা ছাড়ে 14,999 টাকায় পাওয়া যাচ্ছে। আবার স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এটি কিনলে আরও 5% বেশি ছাড় দেওয়া হবে।

এই বৈশিষ্ট্যের সাথে এসেছে Samsung Galaxy F34

স্যামসাংয়ের এই ফোনে আছে 6.46 ইঞ্চি সুপার অ্যামোলেড এফএইচডি+ ডিসপ্লে, যার রেজোলিউশন 1080x2340 পিক্সেল। এই ডিসপ্লে‌ 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। পারফরম্যান্সের জন্য এতে পাওয়া যাবে অক্টা-কোর এক্সিনস 1280 চিপসেট। এটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।

স্যামসাং গ্যালাক্সি এফ34 মডেলে ৪ বছরের ওএস আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট শুটার। এই ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সমর্থন করে।

Show Full Article
Next Story