এই ১৪৭টি স্মার্টফোনে পাওয়া যাবে 5G পরিষেবা, কেনার আগে লিস্ট অবশ্যই দেখে নিন
গত ১লা অক্টোবর 'ইন্ডিয়া মোবাইল কংগ্রেস' (IMC 2022) ইভেন্টের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে...গত ১লা অক্টোবর 'ইন্ডিয়া মোবাইল কংগ্রেস' (IMC 2022) ইভেন্টের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে আনুষ্ঠানিকভাবে ৫তম সেলুলার নেটওয়ার্কিং পরিষেবাকে চালু করার ঘোষণা করেছিলেন। আর এই 'অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট' -এর পরিপ্রেক্ষিতে দেশের প্রথমসারির দুটি টেলিকম অপারেটর সংস্থা Bharti Airtel ও Reliance Jio ইতিমধ্যেই 5G পরিষেবা চালু করে দিয়েছে এবং ২০২৩ সালের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে নব্য প্রজন্মের এই নেটওয়ার্ক উপলব্ধ করারও প্রতিশ্রুতি দিয়েছে৷ এক্ষেত্রে মুকেশ আম্বানি মালিকাধীন টেলকোটি গত সপ্তাহে - মুম্বাই, দিল্লি, কলকাতা এবং বারাণসীতে 5G বা তাদের ভাষায় True 5G নেটওয়ার্কের বিটা-টেস্টিং শুরু করার ঘোষণা করেছিল। অন্যদিকে, Airtel 5G Plus পরিষেবা ইতিমধ্যেই দেশের বড় আটটি শহরে উপলব্ধ। যার মধ্যে সামিল রয়েছে - দিল্লি, মুম্বাই, বারাণসী, ব্যাঙ্গালোর, গুরুগ্রাম, কলকাতা, হায়দরাবাদ এবং চেন্নাই। তদুপরি Airtel যেখানে তাদের বিদ্যমান 4G রিচার্জ প্ল্যানগুলির সাথেই গ্রাহকরা 5G স্পিড ব্যবহারের সুবিধা পাবেন বলে জানিয়েছে। সেখানেই Jio প্রাথমিকভাবে 'মাইজিও' (MyJio) অ্যাপের মাধ্যমে গ্রাহকদের 5G-টেস্টিংয়ের বিকল্প নির্বাচন করতে দেবে।
প্রসঙ্গত টেলিকম সংস্থাগুলি ৫জি পরিষেবা বন্টনের ক্ষেত্রে বিভিন্ন ব্যান্ড পেয়েছে, যেগুলি শুধুমাত্র ৫জি-এনাবল স্মার্টফোনগুলিতেই উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহ করবে৷ এক্ষেত্রে, Xiaomi, Realme, Vivo, Oppo -এর মতো একাধিক নামিদামি সংস্থা ভারতের বাজারে ৫জি-কানেক্টিভিটির একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ করেছে। ফলে আজ আমরা কোন কোন ব্র্যান্ডের হ্যান্ডসেটে এই 'নেক্সট জেনারেশন' নেটওয়ার্ক ব্যবহার করা যাবে সেই তালিকা প্রদান করবো। আপনার ফোন এই তালিকায় সামিল আছে কিনা জানতে আমাদের প্রতিবেদনটি চেক করুন।
Airtel এবং Jio দ্বারা রোলআউট হওয়া 5G পরিষেবার সুবিধা পাবে এই ব্র্যান্ডগুলির স্মার্টফোন
Realme -এর এই স্মার্টফোনগুলিতে সাপোর্ট করবে 5G নেটওর্য়াক
Realme 8s 5G,
Realme X7 Max 5G,
Realme Narzo 30 pro 5G,
Realme X7 5G,
Realme X7 pro 5G,
Realme 8 5G,
Realme X50 Pro,
Realme GT 5G,
Realme GT ME,
Realme GT NEO2,
Realme 9 5G,
Realme 9 Pro,
Realme 9 Pro Plus,
Realme Narzo 30 5G,
Realme 9 SE,
Realme GT2,
Realme GT 2 pro,
Realme GT NEO 3,
Realme Narzo 50 5G,
Realme Narzo 50 pro,
Realme 9i GT,
Realme GT Neo 3T,
এবং, Realme GT Neo 3T 150W.
Xiaomi আনীত এই স্মার্টফোনে সাপোর্ট করবে 5G নেটওর্য়াক
Xiaomi Mi 10,
Xiaomi Mi 10i,
Xiaomi Mi 10T,
Xiaomi Mi 10T Pro,
Xiaomi Mi 11 Ultra,
Xiaomi Mi 11X Pro,
Xiaomi Mi 11X,
Xiaomi Mi 11 Lite NE,
Redmi Note 11T 5G,
Xiaomi 11T Pro,
Xiaomi 11i HyperCharge,
Redmi Note 10T,
Redmi Note 11 Pro Plus,
Xiaomi 12 Pro,
Xiaomi 11i,
Redmi 11 Prime+ 5G,
এবং, Redmi K50i.
Poco -এর এই স্মার্টফোনগুলি 5G নেটওর্য়াকের সাথে সামঞ্জস্যপূর্ণ
Poco M3 Pro 5G,
Poco F3 GT,
Poco M4 5G,
Poco M4 Pro 5G,
Poco F4 5G,
এবং, Poco X4 Pro.
Oppo -এর এই স্মার্টফোনগুলি সাপোর্ট করবে 5G নেটওর্য়াক
Oppo Reno 5G Pro,
Oppo Reno 6,
Oppo Reno 6 pro,
Oppo F19 Pro Plus,
Oppo A53s,
Oppo A74,
Oppo Reno 7 Pro 5G,
Oppo F21 Pro 5G,
Oppo Reno 7,
Oppo Reno 8,
Oppo Reno 8 pro,
Oppo K10 5G,
এবং, Oppo F21s Pro 5G.
Vivo -এর এই স্মার্টফোনগুলি সাপোর্ট করবে 5G নেটওর্য়াক
Vivo X50 Pro,
Vivo V20 Pro,
Vivo X60 Pro+,
Vivo X60,
Vivo X60 Pro,
Vivo V21 5G,
Vivo V21e,
Vivo X70 Pro,
Vivo X70 Pro+,
Vivo Y72 5G,
Vivo V23 5G,
Vivo V23 Pro 5G,
Vivo V23e 5G,
Vivo T1 5G,
Vivo Y75 5G,
Vivo T1 Pro,
Vivo X80,
Vivo X80 pro,
Vivo V25,
Vivo V25 Pro,
Vivo Y55 5G,
এবং, Vivo Y55s 5G.
iQOO -এর এই স্মার্টফোনগুলি সাপোর্ট করবে 5G নেটওর্য়াক
iQOO 3 5G,
iQOO 7,
iQOO 7 Legend,
iQOO Z3,
iQOO Z5 5G,
iQOO 9 Pro,
iQOO 9,
iQOO 9 SE,
iQOO Z6,
এবং, iQOO 9T.
OnePlus আনীত এই স্মার্টফোনগুলি সাপোর্ট করবে 5G নেটওর্য়াক
OnePlus Nord,
OnePlus 9,
OnePlus 9 Pro,
OnePlus Nord CE,
OnePlus Nord CE 2,
OnePlus 10 Pro 5G,
OnePlus Nord CE Lite 2,
OnePlus 10R,
OnePlus Nord 2T,
OnePlus 10T,
OnePlus 9RT,
OnePlus 8 (OTA আপডেট এখনও পায়নি),
OnePlus 8T (OTA আপডেট এখনও পায়নি),
OnePlus 8 Pro (OTA আপডেট এখনও পায়নি),
OnePlus Nord 2 (OTA আপডেট এখনও পায়নি),
এবং, OnePlus 9R (OTA আপডেট এখনও পায়নি).
Samsung -এর এই ফোনগুলি 5G স্পিড সাপোর্ট করবে
Samsung Galaxy A53 5G,
Samsung A33 5G,
Samsung Galaxy S21 FE,
Samsung Galaxy S22 Ultra,
Samsung Galaxy M33,
Samsung Galaxy Z Flip 4,
Samsung Galaxy S22,
Samsung Galaxy S22+,
Samsung Galaxy Z Fold4,
Samsung Galaxy Note 20 Ultra (OTA আপডেট এখনও পায়নি),
Samsung Galaxy S21 (OTA আপডেট এখনও পায়নি),
Samsung Galaxy S21 Plus (OTA আপডেট এখনও পায়নি),
Samsung Galaxy S21 Ultra (OTA আপডেট এখনও পায়নি),
Samsung Galaxy Z fold 2 (OTA আপডেট এখনও পায়নি),
Samsung E426B (F42) (OTA আপডেট এখনও পায়নি),
Samsung A528B (A52s) (OTA আপডেট এখনও পায়নি),
Samsung M526B (M52) (OTA আপডেট এখনও পায়নি),
Samsung Galaxy Z Flip 3 (OTA আপডেট এখনও পায়নি),
Samsung Galaxy Z Fold 3 (OTA আপডেট এখনও পায়নি)
Samsung A22 5G (OTA আপডেট এখনও পায়নি),
Samsung S20FE 5G (OTA আপডেট এখনও পায়নি),
Samsung M32 5G (OTA আপডেট এখনও পায়নি),
Samsung F23 (OTA আপডেট এখনও পায়নি),
Samsung A73 (OTA আপডেট এখনও পায়নি),
Samsung M42 (OTA আপডেট এখনও পায়নি),
Samsung M53 (OTA আপডেট এখনও পায়নি),
এবং, Samsung M13 (OTA আপডেট এখনও পায়নি).
এই সকল Apple iPhone মডেলে আপডেটের পর মিলবে 5G ব্যবহারের সুবিধা
৫জি কানেক্টিভিটি সাপোর্ট করবে এমন আইফোনগুলির প্রায় প্রত্যেকটিরই OTA বা 'ওভার-দ্য-এয়ার' আপডেট এখনও পাওয়া বাকি আছে। তালিকা নিম্নরূপ :
Apple iPhone 12 Mini (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 12 (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 12 Pro (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 12 Pro Max (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 13 Mini (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 13 (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 13 pro (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 13 Pro Max (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone SE 2022 ভার্সন (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 14 (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 14 Plus (OTA আপডেট এখনও পায়নি),
Apple iPhone 14 pro (OTA আপডেট এখনও পায়নি),
এবং, Apple iPhone 14 Pro Max (OTA আপডেট এখনও পায়নি)।