সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন, Motorola, Vivo, iPhone, Xiaomi-র জনপ্রিয় ডিভাইসগুলি দেখে নিন

যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত মানুষের পছন্দের পরিবর্তন ঘটে চলে। জামা-কাপড়, সাজ-পোশাক নিয়ে পরীক্ষা করার পাশাপাশি...
techgup 4 July 2023 4:54 PM IST

যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত মানুষের পছন্দের পরিবর্তন ঘটে চলে। জামা-কাপড়, সাজ-পোশাক নিয়ে পরীক্ষা করার পাশাপাশি মানুষ এখন স্মার্টফোন নিয়েও এক্সপেরিমেন্ট করতে চায়। যে কারণে একসময় ভারী ডিভাইস বাদ দিয়ে পাতলা এবং হালকা ওজনের স্মার্টফোনের চাহিদা বেড়ে গিয়েছিল। যেকারণে ২০২১ সালে প্রচুর সুপার স্লিম এবং হালকা ওজনের ফোন লঞ্চ করা হয়েছিল। তবে সময়ের সাথে সাথে পাতলা ফোন ব্যবহারের প্রবণতা কমে গেলেও এখনো অনেকেই আছেন যারা ভারী ফোনের তুলনায় স্লিম ফোন ব্যবহার করতে বিশেষ আগ্রহী। বর্তমানে মোটোরোলা (Motrola), ভিভো (Vivo), শাওমি (Xiaomi)-র মত শীর্ষ কোম্পানিগুলি বেশ কিছু স্লিম স্মার্টফোন অফার করছে। তাই আপনি যদি কোনো স্লিম ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন থেকে ডিভাইসের নাম ও অন্যান্য তথ্য জেনে নিন।

Motorola Edge 40

দাম: ৩০,০০০ টাকার কম

২০২৩ সালে লঞ্চ হওয়া মোটোরোলা এজ ৪০ বর্তমানের সবচেয়ে স্লিম এবং হালকা ফোন। ফ্ল্যাগশিপ লেভেল বিল্ড সহ আসা এই স্মার্টফোনে আছে মেটাল ফ্রেম, লেদার ব্যাক এবং কার্ভড ডিসপ্লে। এই হ্যান্ডসেটের থিকনেস প্রায় ৭.৬ মি,মি ও ওজন ১৬৭ গ্রাম। আর এই ফোনটি iPhone 14 Pro Max এর তুলনায় ৭৩ গ্রাম হালকা। এই ডিভাইসটিতে আছে ওএলইডি ডিসপ্লে যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে এবং এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর। আবার আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা‌।

Vivo V27 Pro

দাম : ৩৩,০০০ টাকা

স্লিম এবং লাইট ডিজাইনের ভিভো ভি২৭ প্রো একটি অসাধারণ স্মার্টফোন। ৭.৪ মিমি থিকনেস এবং ১৮২ গ্রাম ওজন বিশিষ্ঠ এই হ্যান্ডসেটে দেওয়া হয়েছে কালার-চেঞ্জিং ব্যাক প্যানেল ও প্লাস্টিক ফ্রেম। ফ্ল্যাগশিপ লেভেলের এই স্মার্টফোনটির ক্যামেরা এক্সপেরিয়েন্স দুর্দান্ত। ভিভোর এই প্রো মডেলে ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দেওয়া হয়েছে।

iPhone 13 Mini

দাম: ৬৪,৯০০ টাকা

৫.৪ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট আইফোন ১৩ মিনি মডেলটির ওজন ১৪০ গ্রাম। যদিও ডিভাইসটি পকেটে রাখার পর আপনি অত্যন্ত হালকা অনুভব করবেন। তবে‌ কম্প্যাক্ট হওয়ার কারণে এর ব্যাটারি ক্যাপাসিটি মাত্র ২৪৩৮ এমএএইচ।

Xiaomi 11 Lite 5G NE

দাম : ২২,৯৯৯ টাকা

শাওমি ১১ লাইট ৫জি এনই কোনো নতুন ফোন নয়, এটি ২০২১ সালে লঞ্চ হয়েছিল। তবে হালকা ওজনের কারণে এটি এখনো নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। এই হ্যান্ডসেটের থিকনেস ৬.৮মিমি এবং ওজন ১৫৮ গ্রাম। ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে হওয়া সত্বেও এটি এই লিস্টের অন্যতম হালকা এবং সবচেয়ে পাতলা ফোন। শাওমির এই মডেলটিতে পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি চিপসেট।

Motorola Edge 30 Fusion

দাম : ৩৯,৯৯৯ টাকা

এজ ৩০ ফিউশন হল মোটোরোলার আরেকটি স্লিম এবং হালকা ফোন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এজ ৩০ ফিউশন লঞ্চ হয়েছিল। এই ফ্ল্যাগশিপ ফোনটি কার্ভড ডিসপ্লে অফার করে। এছাড়াও এটিতে দেওয়া হয়েছে প্রিমিয়াম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর, গ্লাস প্লাস অ্যালুমিনিয়াম বিল্ড। এই ডিভাইসটির থিকনেস ৭.৫ মিমি এবং ওজন ১৬৮ গ্রাম।

Oppo Reno 10

দাম : ৩০,০০০ টাকার কম

ওপ্পো রেনো ১০ স্মার্টফোনটি এখনও ভারতে লঞ্চ হয়নি। গ্লোবাল ভ্যারিয়েন্ট অনুসারে এর থিকনেস ৭.৬ মিমি ও ওজন ১৮০ গ্রাম। এই ফোনটির মাঝে প্লাস্টিক ফ্রেম ব্যবহৃত হলেও পিছনের প্যানেল এবং ফ্রন্টে গ্লাস ব্যবহার করা হয়েছে। আর Vivo V27 Pro-এর মতোই এই হ্যান্ডসেটেও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story