Android 14 আপডেট পাবে না Samsung এর এই সব স্মার্টফোন, আপনারটা লিস্টে নেই তো?

গুগল (Google) দ্বারা ডেভেলপ করা লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের স্টেবল সংস্করণটি আগামী মাসে অর্থাৎ আগস্টে মুক্তি...
Ananya Sarkar 25 July 2023 12:37 PM IST

গুগল (Google) দ্বারা ডেভেলপ করা লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেমের স্টেবল সংস্করণটি আগামী মাসে অর্থাৎ আগস্টে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। তারপরে অ্যান্ড্রয়েডের এই সংস্করণটি যোগ্য ডিভাইসগুলিতে রোল আউট করা শুরু হবে বলে আশা করা যায়। গুগলের পাশাপাশি, প্রখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো (Oppo) বিগত কয়েক বছর ধরে তাদের ডিভাইসে লেটেস্ট ভার্সনের অ্যান্ড্রয়েড নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। তবে, স্যামসাং (Samsung) অল্প সময়ের মধ্যে সমস্ত অঞ্চল জুড়ে বিপুল সংখ্যক ডিভাইসে সফ্টওয়্যার আপডেট পাঠানোর ক্ষেত্রে এগিয়ে রয়েছে। কিন্তু লেটেস্ট সফ্টওয়্যার ভার্সন কোম্পানির সকল বিদ্যমান ফোনেই রোলআউট করা হয়, এমনটা নয়। কিছু পুরোনো ডিভাইসকে আপডেটের আওতা থেকে বাদ দেওয়া হয়। আর এখন একটি রিপোর্টে কয়েকটি স্যামসাং গ্যালাক্সি ডিভাইসের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলি আসন্ন Android 14 ভিত্তিক One UI 6.0 সফ্টওয়্যার আপডেটটি পাবে না।

Samsung- এর একাধিক জনপ্রিয় ফোন পাবে না পরবর্তী One UI 6.0 আপডেট

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড, স্যামসাং সাধারণত শরতের শেষের দিকে তাদের নতুন অ্যান্ড্রয়েড আপডেট রোলআউট শুরু করে থাকে। আর একবার কোম্পানি তাদের রোলআউট শুরু করলে প্রক্রিয়াটি ধীর হয়ে যায় না কারণ, স্যামসাং সারা বিশ্বের অসংখ্য ডিভাইসে নতুন আপডেট পাঠানোর ক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করে।

তাই, আসন্ন অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ (One UI 6.0) সফ্টওয়্যার সংস্করণের ক্ষেত্রে স্যামসাং একই পন্থা অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। তবে কয়েক বছর আগের কিছু জনপ্রিয় ডিভাইস এই নতুন সফ্টওয়্যার আপডেটটি পাবে না বলে মনে করা হচ্ছে। স্যামসাংয়ের সফ্টওয়্যার আপডেট নীতির ওপর ভিত্তি করে, স্যামমোবাইল গ্যালাক্সি স্মার্টফোন এবং ট্যাবলেটগুলির একটি তালিকা তৈরি করেছে, যেগুলি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৬.০ আপডেটে অ্যাক্সেস পাবে না৷ এই তালিকাভুক্ত ডিভাইসগুলি হল -

স্মার্টফোন:

Galaxy Note 20 Ultra

Galaxy Note 20

Galaxy Note 10 Lite

Galaxy S20 Ultra

Galaxy S20 Plus

Galaxy S20

Galaxy S20 FE

Galaxy S10 Lite

Galaxy A71

Galaxy A51

Galaxy A32

Galaxy A22

ট্যাবলেট:

Galaxy Tab S7 Plus

Galaxy Tab S7

Galaxy Tab S6 Lite 2020

Galaxy Tab A8

Galaxy Tab A7 Lite

ফোল্ডেবল:

Galaxy Z Fold 2

Galaxy Z Flip

যদিও, উল্লিখিত প্রোডাক্টগুলি Android 14 আপডেট পাবে না, তবে এগুলি কিছু সময় পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাবে না।

Show Full Article
Next Story