MediaTek Dimensity 1050: ডুয়েল এমএমওয়েভ সহ মিডিয়াটেকের প্রথম প্রসেসর লঞ্চ হল
মিডিয়াটেক আজ তাদের নতুন প্রসেসর হিসেবে MediaTek Dimensity 1050 এর ওপর থেকে পর্দা সরিয়েছে। এই চিপসেটটি মূলত Dimensity...মিডিয়াটেক আজ তাদের নতুন প্রসেসর হিসেবে MediaTek Dimensity 1050 এর ওপর থেকে পর্দা সরিয়েছে। এই চিপসেটটি মূলত Dimensity 1100 প্রসেসরের একটি ডাউনগ্রেড সংস্করণ, তবে এটি আবার মিডিয়াটেকের প্রথম প্রসেসর, যা ডুয়েল এমএমওয়েভ (mmWave) এবং সাব-৬ গিগাহার্টজ ৫জি (Sub-6GHz 5G) সংযোগের সাথে এসেছে। চলুন মিডিয়াটেকের এই নয়া প্রসেসরটির স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৫০-এর স্পেসিফিকেশন (MediaTek Dimensity 1050 Specifications)
মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৫০ হল একটি অক্টা-কোর প্রসেসর, যা ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এতে দুটি এআরএম কর্টেক্স-এ৭৮ (ARM Cortex-A78) পারফরম্যান্স কোর রয়েছে, যার ক্লক স্পিড ২.৫ গিগাহার্টজ। যদিও কোম্পানি এর এফিসিয়েন্সি কোর সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানায়নি, তবে সম্ভবত এতে ছটি এআরএম কর্টেক্স-এ৫৫ (ARM Cortex-A55) কোর থাকতে পারে।
মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৫০-এ গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য এআরএম মালি-জি৬১০ (ARM Mali-G610) জিপিইউ ব্যবহার করা হয়েছে এবং আরও উন্নত গেমিং পারফরম্যান্সের জন্য অতিরিক্ত অপ্টিমাইজেশান টুল এবং ফিচার অফার করতে এই চিপে মিডিয়াটেকের হাইপারইঞ্জিন ৫.০ স্যুটের সাপোর্টও মিলবে।
আবার, নতুন MediaTek Dimensity 1050 প্রসেসরটি হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড এভি১ ভিডিও ডিকোডিং, এইচডিআর১০+ প্লেব্যাক এবং ডলবি ভিশনের সাপোর্ট সহ ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ রেজোলিউশন স্ক্রিনের সাপোর্ট সহ এসেছে। এটি সাব-৬ গিগাহার্টজ (এফআর১) স্পেকট্রামে ৩সিসি (3CC) ক্যারিয়ার অ্যাগ্রিগেশন এবং এমএমওয়েভ (এফআর২) স্পেকট্রামে ৪সিসি ক্যারিয়ার অ্যাগ্রিগেশন অফার করে এবং এই চিপসেটটি এলটিই + এমএমওয়েভ অ্যাগ্রিগেশনের তুলনায় ৫৩% দ্রুত ডাউনলিংক গতি সরবরাহ করবে বলে দাবি করা হয়েছে। এটি সুপারফাস্ট ওয়াই-ফাই সংযোগের জন্য ওয়াই-ফাই ৬ই এবং ২×২ এমআইএমও অ্যান্টেনাও সাপোর্ট করে৷
উল্লেখ্য, সংস্থা এই প্রসেসরটি সম্পর্কে এর বেশি তথ্য এখনও প্রকাশ করেনি, তবে জানিয়েছে যে MediaTek Dimensity 1050 দ্বারা চালিত ডিভাইসগুলি চলতি বছরের জুলাই এবং সেপ্টেম্বর মাসের মধ্যে বাজারে উপলব্ধ হবে।