কম দামি ফোনেও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Mediatek Dimensity 1080 আর কি কি অফার করবে দেখে নিন

তাইওয়ান-ভিত্তিক জনপ্রিয় মোবাইল চিপসেট প্রস্তুতকারী সংস্থা মিডিয়াটেক (MediaTek) আজ Dimensity 1080 নামে একটি নতুন চিপসেট বাজারে উন্মোচন করেছে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) দ্বারা নির্মিত…

তাইওয়ান-ভিত্তিক জনপ্রিয় মোবাইল চিপসেট প্রস্তুতকারী সংস্থা মিডিয়াটেক (MediaTek) আজ Dimensity 1080 নামে একটি নতুন চিপসেট বাজারে উন্মোচন করেছে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) দ্বারা নির্মিত ৬ ন্যানোমিটারের চিপসেটটি গত বছর আত্মপ্রকাশ করা Dimensity 920-এর উত্তরসূরি। প্রসঙ্গত, D920 চিপটি Xiaomi Mi 11i সিরিজ (Redmi Note 11 Pro/Pro+ চীনা সংস্করণ), Realme 9 Pro+, Vivo V23 5G, এবং Infinix Zero Ultra 5G-এর মতো ডিভাইসগুলিতে ব্যবহার করা হয়েছে। সদ্য উম্মোচিত MediaTek Dimensity 1080 মোবাইল প্ল্যাটফর্মে আটটি কোর রয়েছে এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড ২.৬ গিগাহার্টজ। এছাড়া প্রসেসরটির সাথে গ্রাফিক্সের জন্য Mali-G68 MC4 জিপিইউ-টিও যুক্ত রয়েছে। চলুন এই নয়া চিপসেটটির সকল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে নেওয়া যাক।

মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০-এর স্পেসিফিকেশন – MediaTek Dimensity 1080 Specifications

মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ অক্টা-কোর চিপের দুটি এআরএম কর্টেক্স-এ৭৮ (ARM Cortex-A78) সিপিইউ কোর সর্বোচ্চ ২.৬ গিগাহার্টজ এবং ছয়টি এআরএম কর্টেক্স-এ৫৫ (ARM-Cortex A55) কোর সর্বোচ্চ ২ গিগাহার্টজ গতিতে রান করে করে। প্রসেসরটির সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৬৮ এমসি৪ জিপিইউ-টিও মিলবে। এই বৈশিষ্ট্যগুলি দেখে বোঝাই যাচ্ছে যে, ডাইমেনসিটি ১০৮০ চিপটি নির্দিষ্টভাবে মিড-রেঞ্জের ৫জি ফোনগুলির জন্য ডিজাইন করা হয়েছে।

এছাড়া, এই প্রসেসরে এলপিডিডিআর৫ র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ সাপোর্ট করে। ক্যামেরার ক্ষমতার ক্ষেত্রে, চিপটিতে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত সেন্সরকে কোনও শাটার ল্যাগ ছাড়াই সাপোর্ট করতে পারে। এটি ৪কে এইচডিআর (4K HDR) ভিডিও এনকোডিং এবং কোয়াড-ক্যামেরা কনকারেন্সির জন্য সাপোর্ট বহন করে। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট যুক্ত ফোনে ১২০ হার্টজ ফুল-এইচডি+ স্ক্রিন থাকতে পারে। কানেক্টিভিটির ক্ষেত্রে, চিপটিতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এবং ডুয়েল স্ট্যান্ডবাই সহ ডুয়েল ৫জি সাপোর্ট করে।

প্রসঙ্গত, মিডিয়াটেক জানিয়েছে যে, Dimensity 1080 চিপসেট সমন্বিত প্রথম ফোনগুলি চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে বাজারে আত্মপ্রকাশ করবে। দেখা যাচ্ছে যে, D1080 পূর্বসূরি D920-এর তুলনায় আপগ্রেডেড সিপিইউ গতি এবং ক্যামেরা পারফরম্যান্স অফার করে৷ আশা করা হচ্ছে, আসন্ন Redmi Note 12 সিরিজের প্রথমদিকের ডিভাইসগুলির মধ্যে একটি Dimensity 1080 চিপসেটের সাথে আসবে। Note 12 লাইনআপটি চীনে আগামী নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে পারে। তবে, অনর (Honor) আগামী সপ্তাহেই চীনে Dimensity 1080-চালিত একটি ফোন লঞ্চ করবে বলে জানা গেছে। এই প্রসেসর সহ আসা ফোনগুলির দাম তুলনামূলক ভাবে সস্তা রাখা হবে। আমাদের অনুমান ডিভাইসগুলির মূল্য ২০,০০০ টাকার আশেপাশে থাকবে।