Smartphone ব্যবহারের সবচেয়ে বড় চিন্তা মিটতে চলেছে, 5500mah ব্যাটারি ও 66W চার্জিং সহ আসছে এই ফোন

বিগত কয়েক মাস ধরে জল্পনা শোনা যাচ্ছিল যে, মেইজু (Meizu) স্মার্টফোন মার্কেট থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ...
Ananya Sarkar 28 April 2024 9:05 AM IST

বিগত কয়েক মাস ধরে জল্পনা শোনা যাচ্ছিল যে, মেইজু (Meizu) স্মার্টফোন মার্কেট থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ তারা আর নতুন কোনও ফোন লঞ্চ করবে না, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সেগমেন্টে ফোকাস করবে। কিন্তু এই জল্পনাকে নস্যাৎ করে সম্প্রতি একটি সূত্র দাবি করেছে যে, চীনা সংস্থাটি নতুন ফোন হিসেবে Meizu 21 Note-এর ওপর কাজ করছে। ইদানিং ফোনটির সম্পর্কে আরও তথ্য সামনে আসছে। আর এখন Meizu 21 Note চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।

Meizu 21 Note পেল 3C-এর অনুমোদন

চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে মেইজু ২১ নোট-এর উপস্থিতি এর ব্যাটারির বিবরণ প্রকাশ করেছে। ফোনটিতে ৬৬ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট এবং ৫,৫০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। এছাড়াও, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২-এর সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড মেইজু ২১ এবং মেইজু ২১ প্রো-তে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট রয়েছে।

চীনা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো-এ টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS)-এর শেয়ার করা পোস্ট অনুযায়ী, মেইজু ২১ নোট একটি ফ্ল্যাট ডিসপ্লে সহ আসবে এবং ফোনের পিছনের কভারটি হবে কাঁচের এবং এতে মেটাল মিড-ফ্রেম উপস্থিত থাকবে। এছাড়াও জানা গেছে যে, স্ক্রিনের বেজেল অন্যান্য ফ্ল্যাগশিপ মেইজু ফোনগুলির মতোই বেশ স্লিম হবে।

Meizu 21 Note আসলে একটি মেইজু ক্লাসিক ফোন হবে। মেইজু এবারও হোয়াইট স্ক্রিন ফ্রেম ডিজাইনে কাজ করছে৷ Meizu 21 Note কালো এবং সাদা - দুটি ভিন্ন স্ক্রিন বেজেল সহ আসবে। ইতিমধ্যেই, বিদ্যমান Meizu 21 মডেলে কালো এবং সাদা উভয় স্ক্রিন বেজেল রয়েছে। তবে বহু কোম্পানিই এখন সাদা বেজেলের ফোন তৈরি করা ছেড়ে দিয়েছে। বিভিন্ন স্মার্টফোন নির্মাতারা এখন সুপার স্লিম বেজেল সহ ফ্ল্যাট ডিসপ্লেতে ফোকাস করছে।

Show Full Article
Next Story