Meizu Phone: মেইজুর নতুন ফোন হাজির IMEI ডেটাবেসে, থাকবে 5500mah ব্যাটারি

সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড মেইজু (Meizu) একটি একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ শুরু করেছে৷ ফোনটির বাণিজ্যিক নাম...
techgup 3 Sept 2024 9:09 AM IST

সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড মেইজু (Meizu) একটি একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ শুরু করেছে৷ ফোনটির বাণিজ্যিক নাম প্রকাশ্যে না এলেও, এটিকে আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। এই স্মার্টফোনটি সম্পর্কে শুধুমাত্র জানা জিনিসটি হল মডেল নম্বর। কিন্তু মডেল নম্বর থেকেও কিছু ইঙ্গিত পাওয়া গেছে।

Meizu এর নতুন স্মার্টফোন আসছে বাজারে

আইএমইআই ডেটাবেস অনুসারে, এই নতুন স্মার্টফোনটি M469Q মডেল নম্বর বহন করে। আমরা যখন মডেল নম্বর দেখি, তখন আমরা বলতে পারি যে এটি মেইজুর একটি স্মার্টফোনের মডেল নম্বরের সঙ্গে অনেকটাই মিল। M469Q মডেল নম্বরটির সাথে মেইজু 21 নোটের M468Q মডেল কোডের সাথে সাদৃশ্যপূর্ণ। সম্ভবত M469Q মডেল নম্বর সহ এই নাম না জানা স্মার্টফোনটিতে মেইজু 21 নোটের অনুরূপ বৈশিষ্ট্য থাকবে। তবে অবশ্যই ভুলে গেলে চলবে না যে তথ্যটি অনুমান-নির্ভর। ডিভাইসটির সর্ম্পকে ধারণা পেতে আসুন মেইজু 21 নোটের বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: কোনো ক্রেডিট কার্ড দরকার নেই, সবাই পাবে OnePlus 12R এর সাথে 2000 টাকা ডিসকাউন্ট

মেইজু 21 নোট ফোনে 6.78 ইঞ্চির 8টি এলটিপিও ওলেড (LTPO OLED) স্ক্রিন রয়েছে। এই স্ক্রিনটি ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। রিফ্রেশ রেট 1 থেকে 144 হার্টজের মধ্যে পরিবর্তিত হয়। এই স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা মাত্রা 5,000 নিট। এটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডারও রয়েছে।

আরও পড়ুন: 8000 টাকার মধ্যে স্মার্টফোন চাই? Tecno Spark Go 1 এর সেল কাল

Meizu 21 Note ফোনে 65 ওয়াট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি রয়েছে। ফোনটিতে ধুলো এবং জলের বিরুদ্ধে আইপি65 রেটিং বিদ্যমান। আসন্ন Meizu ফোনের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ স্বাভাবিকভাবেই অজানা। তবে ডিভাইসটির নাম এবং আরও বিস্তারিত তথ্য উভয়ই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story