একসাথে তিনটি ডিভাইস হবে চার্জ, সস্তায় ভারতে এল Mi Pocket PowerBank Pro

Xiaomi ভারতীয় মার্কেটে Mi Pocket PowerBank Pro নিয়ে হাজির হল। শাওমি ইন্ডিয়ার সিইও মানু কুমার জৈন কিছুদিন আগেই জানিয়েছিলেন, তারা একটি কম্প্যাক্ট এবং পাওয়ারহাউস পাওয়ার…

Xiaomi ভারতীয় মার্কেটে Mi Pocket PowerBank Pro নিয়ে হাজির হল। শাওমি ইন্ডিয়ার সিইও মানু কুমার জৈন কিছুদিন আগেই জানিয়েছিলেন, তারা একটি কম্প্যাক্ট এবং পাওয়ারহাউস পাওয়ার ব্যাংক লঞ্চ করবে। এরপরই ভারতে মি পকেট পাওয়ারব্যাংক প্রো লঞ্চ করা হলো। যদিও এটি গতমাসে চীনে লঞ্চ হওয়া Mi Power Bank 3 Pocket Edition এর রিব্রান্ডেড ভার্সন। ভারতে আসা Mi Pocket PowerBank Pro তে পাবেন ১০,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি ও ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং।

Mi Pocket PowerBank Pro এর দাম

মি পকেট পাওয়ারব্যাংক প্রো এর দাম রাখা হয়েছে ১,০৯৯ টাকা। এটি ব্ল্যাক কালারে এসেছে। আপনি একে আজ থেকেই mi.com থেকে কিনতে পারবেন।

জানিয়ে রাখি চীনে Mi Power Bank 3 Pocket Edition এর দাম ছিল, ৯৯ ইউয়ান, যা প্রায় ১,১০০ টাকার সমান।

Mi Pocket PowerBank Pro এর স্পেসিফিকেশন

মি পকেট পাওয়ারব্যাংক প্রো এর প্রধান ইউএসপি হল কম্প্যাক্ট ডিজাইন। এটিকে আপনি আরও ভালোভাবে ধরতে পারবেন। কারণ এতে আছে অ্যান্টি স্কিড মেট ফিনিশ। এই পাওয়ারব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি ১০,০০০ এমএএইচ। আবার এতে আছে ১২ লেয়ারের অ্যাডভান্স সার্কিট প্রটেকশন। যা আউটপুট শর্ট সার্কিট, ইনপুট সার্জ, ব্যাটারি ওভারচার্জ, ওভার হিটিং ইত্যাদি সমস্যা থেকে সুরক্ষা দেয়।

এই পাওয়ারব্যাংকে চারটি পোর্ট আছে, যার মধ্যে একটি ইউএসবি টাইপ এ পোর্ট, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, একটি মাইক্রো ইউএসবি পোর্ট উপলব্ধ। টাইপ সি পোর্টটি ইনপুটের সাথে আউটপুটের কাজও করে এবং এতে পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে।

Mi Pocket PowerBank Pro তে ডুয়েল ইনপুট সাপোর্ট করে, এটি মাইক্রো ইউএসবি পোর্ট ও ইউএসবি টাইপ সি পোর্ট দ্বারা চার্জ করা যাবে। এই পাওয়ার ব্যাংকে ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে ২২.৫ ওয়াট ইনপুট সাপোর্ট করে। আবার মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট ইনপুট সাপোর্ট করবে। 9V/2A চার্জার দিয়ে এটি ০-১০০ শতাংশ চার্জ হতে ৩.৫ ঘণ্টা সময় নেয়। আবার 5V/2A চার্জার দিয়ে এই পাওয়ার ব্যাংক ১০০ শতাংশ চার্জ হতে ৬ ঘন্টা নেয়।

আউটপুটের কথা বললে এতে দুটি ইউএসবি টাইপ এ পোর্ট, একটি ইউএসবি টাইপ সি পোর্ট আছে। অর্থাৎ একসাথে আপনি ৩ টে ডিভাইস চার্জ করতে পারবেন। এতে ২২.৫ ওয়াট পর্য্ন্ত আউটপুট পাওয়া যাবে তিনটি পোর্ট থেকেও। এর ওজন ২০০ গ্রাম।