Micromax In 2b এর কাছে ফেল Redmi, Realme! ৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন লঞ্চ হল

Micromax In 2b ভারতের সবচেয়ে সস্তা ৬ জিবি র‌্যামের ফোন হিসেবে লঞ্চ হল। আজ একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনের ওপর থেকে পর্দা সরানো হয়েছে। Redmi,…

Micromax In 2b ভারতের সবচেয়ে সস্তা ৬ জিবি র‌্যামের ফোন হিসেবে লঞ্চ হল। আজ একটি ভার্চুয়াল ইভেন্টে এই ফোনের ওপর থেকে পর্দা সরানো হয়েছে। Redmi, Realme-দের মতো ব্র্যান্ডের স্মার্টফোন কে রীতিমতো বেগ দেবে Micromax In 2b। এই ফোনে রয়েছে Unsoc T610 অক্টা কোর প্রসেসর। আবার ফোনটিতে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও HD+ ডিসপ্লে। আসুন Micromax In 2b এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Micromax In 2b এর দাম ও সেলের তারিখ

ভারতে মাইক্রোম্যাক্স ইন ২বি এর দাম শুরু হয়েছে ৭,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আবার ফোনটির ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা। মাইক্রোম্যাক্স ইন ২বি- ব্ল্যাক, ব্লু ও গ্রিন কালারে পাওয়া যাবে।

আগামী ৬ আগস্ট দুপুর ১২টা থেকে Micromax In 2b ফোনটি Flipkart এর মাধ্যমে কেনা যাবে।

Micromax In 2b এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের মাইক্রোম্যাক্স ইন ২বি ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) এলসিডি। টিয়ার ড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৩, স্ক্রিন টু বডি রেশিও ৮৯ শতাংশ এবং ব্রাইটনেস ৪৪০ নিটস। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্টজ অক্টা কোর ইউনিসক টি৬১০ চিপসেট। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Micromax In 2b ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এই ক্যামেরায় প্যানোরোমা, বার্স্ট মোড, ফেস বিউটি, নাইট মোড প্রভৃতি ফিচার সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Micromax In 2b ফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য ফোনে উপস্থিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলোক। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনের ওজন ১৯০ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন