সস্তা Mivi DuoPods A350 ইয়ারফোন বাজারে এল, দাম ১৫০০ টাকার কম
দেশীয় সংস্থা Mivi এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন Mivi DuoPods A350 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। ৫০ ঘন্টা...দেশীয় সংস্থা Mivi এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন Mivi DuoPods A350 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। ৫০ ঘন্টা দীর্ঘ ব্যাটারি লাইফের সাথে আসা নতুন এই ইয়ারফোনে টাচ কন্ট্রোল সাপোর্ট ছাড়াও রয়েছে একাধিক উন্নততর ফিচার। তাছাড়া নতুন অডিও ডিভাইসটি স্টেমলাইক ডিজাইনের সাথে এসেছে এবং এর চার্জিং কেসে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। চলুন দেখে নেওয়া যাক নয়া Mivi DuoPods A350 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Mivi DuoPods A350 ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে মিভি ডুওপডস এ৩৫০ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। ব্ল্যাক, হোয়াইট, মিন্ট গ্রিন, স্পেস গ্রে এবং ব্লু এই পাঁচটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই ইয়ারফোন। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়া ই কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে এটি।
Mivi DuoPods A350 ইয়ারফোনের স্পেসিফিকেশন
নবাগত মিভি ডুওপডস এ৩৫০ ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এটি ইন-ইয়ার ডিজাইনের সাথে এসেছে। এতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ডায়নামিক ড্রাইভার এবং এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ ২০ হার্টজ থেকে ১২০ কিলোহার্টজ। এমনকি ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.১ এবং এটি এএসি এবং এসবিসি অডিও কোডেক সাপোর্ট করবে।
আগেই বলা হয়েছে, নতুন Mivi DuoPods A350 ইয়ারফোনে টাচ কন্ট্রোল উপলব্ধ। যার মাধ্যমে মিডিয়া প্লেব্যাক এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এর প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি। যা একবার চার্জে সাড়ে ৮ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করার পাশাপাশি কেস সমেত ৫০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে একে চার্জ দেওয়া যাবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দিতে ইয়ারফোনটি IPX4 রেটিংপ্রাপ্ত।