ভারতে বিক্রি বন্ধ হচ্ছে iQOO, Poco, OnePlus ফোন? লাইসেন্স বাতিলের দাবি মোবাইল রিটেলারদের

চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির বিরুদ্ধে অনলাইনকে প্রাধান্য দেওয়ার অভিযোগ নতুন নয়। এর আগেও বহুবার ব্র্যান্ডগুলির বিরুদ্ধে অফলাইন মার্কেটকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এই…

Mobile Retailers Cancel Licence Chinese Smartphone Brands

চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির বিরুদ্ধে অনলাইনকে প্রাধান্য দেওয়ার অভিযোগ নতুন নয়। এর আগেও বহুবার ব্র্যান্ডগুলির বিরুদ্ধে অফলাইন মার্কেটকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এই কারণে এবার Vivo-র সাব ব্র্যান্ড iQOO, Xiaomi-র সাব ব্র্যান্ড Poco, ও Oppo-র সিস্টার ব্র্যান্ড OnePlus এর ভারতে মোবাইল ব্যবসার লাইসেন্স বাতিল করা দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠালো অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশন।

রিটেলারদের তরফে বলা হয়েছে, এই স্মার্টফোন ব্যান্ডগুলি অনলাইন ও অফলাইন স্মার্টফোন মার্কেটের মধ্যে বৈষম্য তৈরি করছে। পাশাপাশি তারা সরকারের আর্থিক ক্ষতিও করছে বলে রিটেলারদের পক্ষ থেকে বলা হয়েছে। জানিয়ে রাখি, অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনে প্রায় ১৫ লক্ষ ‌অফলাইন রিটেলার অন্তর্ভুক্ত আছেন।

তারা জানিয়েছেন, অফলাইন রিটেল স্টোরগুলিকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু iQOO, Poco, OnePlus এর মতো ব্র্যান্ড কেবল অনলাইনে প্রোডাক্ট বিক্রি করায়, বাজারে বৈষম্য তৈরি হচ্ছে। এই বিষয়ে তারা বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হস্তক্ষেপ প্রার্থনা করেছে।

উল্লেখ্য, বর্তমান সময়ে বেশকিছু চীনা ও নতুন স্মার্টফোন ব্র্যান্ড তাদের ডিভাইস বিক্রির জন্য ই-কমার্স সাইটগুলিকে বেছে নিচ্ছে। এর কারণ ব্র্যান্ডগুলির অফলাইনে সাপ্লাই চেইন তৈরি করতে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। আবার অনলাইন শপিং সাইটগুলি নিজেদের জনপ্রিয়তা বাড়াতে ব্র্যান্ডগুলিকে বেশি কমিশন দিয়ে এক্সক্লুসিভ প্রোডাক্ট লঞ্চ করার জন্য উৎসাহ দিচ্ছে। ফলে ব্র্যান্ডগুলিও বেশি লাভের পথকে বেছে নিচ্ছে।

যদিও এরফলে বিপাকে পড়ছে অফলাইন রিটেলাররা। কারণ মানুষ পছন্দ অনুযায়ী নতুন প্রোডাক্ট না পাওয়ায় অফলাইন শপ ছেড়ে অনলাইনমুখি হয়ে উঠছে। এমত পরিস্থিতিতে অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশনের দাবি সরকারের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায় তা সময়ই বলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন