Smartphones: 10 হাজার টাকার কমে নতুন 5G স্মার্টফোন, দুর্দান্ত ক্যামেরা ও ডিসপ্লে সহ পাবেন শক্তিশালী প্রসেসর
10 হাজার টাকার কমে নতুন 5G মোবাইল ফোন Motorola G35 5G, Infinix Hot 50 5G, Realme C63 5G
গত কয়েক মাসে একাধিক নতুন 5G স্মার্টফোন বাজারে এসেছে। এদের মধ্যে কয়েকটি বাজেট রেঞ্জেও লঞ্চ হয়েছে। তাই যারা কম বাজেটের মধ্যে দুর্দান্ত ফিচারের 5G ফোন এই মুহূর্তে খোঁজ করছেন, নতুন ডিভাইসগুলির মধ্যে কোনো একটি বেছে নিতে পারে। এই প্রতিবেদনে আমরা এই বিষয়ে আপনাকে কিছুটা সাহায্য করতে চলেছি। কারণ এখানে আমরা এমন কয়েকটি জনপ্রিয় 5G স্মার্টফোনের বিষয়ে বলতে চলেছি যাদের দাম 10,000 টাকারও কম। এই স্মার্টফোনগুলিতে সেরা ক্যামেরা, ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর পাওয়া যাবে।
10 হাজার টাকার কমে নতুন 5G মোবাইল ফোন
Motorola G35 5G
গতকাল অর্থাৎ ১০ ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার এই ফোন। মোটোরোলার এই 5G স্মার্টফোনের দাম 9,999 টাকা। এতে রয়েছে 4 জিবি এলপিডিডিআর4এক্স র্যাম এবং 128 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ। এতে ইউনিসোক T760 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চি। এই ডিসপ্লে ফুল HD+ রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটির প্রধান ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল। এতে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Infinix Hot 50 5G
ফ্লিপকার্টে ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। এতে আপনি 1600x720 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি এইচডি + এলসিডি ডিসপ্লে পাবেন। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Realme C63 5G
রিয়েলমির ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। তবে ফ্লিপকার্টে এর সাথে 1500 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে 1604×720 পিক্সেল রেজোলিউশনের 6.67-ইঞ্চি এইচডি + ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি ডাইমেনসিটি 6300 চিপসেট দ্বারা চালিত। ফোনটির প্রাইমারি ক্যামেরা 32 মেগাপিক্সেল। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সহ এসেছে।
10 হাজার টাকার কমে নতুন 5G মোবাইল ফোন Motorola G35 5G, Infinix Hot 50 5G, Realme C63 5G