Smartphone: ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী ৫ স্মার্টফোন, পারফরম্যান্স নিয়ে কোনো কথা হবে না

২০২২ সালে ভারতে অনেক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ হয়েছে। শক্তিশালী প্রসেসর থেকে শুরু করে এই ডিভাইসগুলিতে পাওয়া যাবে উন্নত...
Julai Modal 30 Dec 2022 7:39 PM IST

২০২২ সালে ভারতে অনেক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ হয়েছে। শক্তিশালী প্রসেসর থেকে শুরু করে এই ডিভাইসগুলিতে পাওয়া যাবে উন্নত ক্যামেরা সেটআপ। এছাড়া ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ এগুলি বাজারে এসেছে। কয়েকটি স্মার্টফোনে আবার ৪ এনএম আর্কিটেকচারের উপর ভিত্তি করে নির্মিত প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা সুপারহিট পারফরম্যান্সের সাথে উচ্চ গতির ইন্টারনেট উপভোগ করতে দেবে। তাই আপনি যদি এই বছর ভারতে লঞ্চ হওয়া দ্রুততম এবং শক্তিশালী স্পেসিফিকেশন কোনো স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতিবেদনে, আমরা ২০২২ সালের সেরা ৫টি স্মার্টফোন সম্পর্কে জানাবো।

Google Pixel 7 Pro

গুগল ৬ই অক্টোবর ভারতে ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, পিক্সেল ৭ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে গুগল পিক্সেল ৭ প্রো এবং গুগল পিক্সেল ৭ এসেছে। প্রো মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে টেন্সর জি২ প্রসেসর। এছাড়া এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

আবার Google Pixel 7 Pro টাইটান এম ২ প্রসেসর সহ এসেছে, যা আঁটোসাঁটো নিরাপত্তা দেবে। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয় লেন্সটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং তৃতীয়টি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সামনে রয়েছে ১০.৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Google Pixel 7 Pro অ্যামাজনে ৭৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

OnePlus 10 Pro

২০২২ সালের ৩১ মার্চ ভারতে ওয়ানপ্লাস তাদের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১০ প্রো লঞ্চ করে। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিনে রান করে। এই ফোনে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি QHD + AMOLED ডিসপ্লে, যা অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাথে ১৩০০ নিটস ব্রাইটনেস অফার করবে।

OnePlus 10 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে, যার মধ্যে প্রাইমারি লেন্স ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৭৮৯ সেন্সর। এটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থন করে। দ্বিতীয় লেন্সটি ৫০ মেগাপিক্সেল স্যামসাং ISOCELL JN1 সেন্সর আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। এই ফোনের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর দাম শুরু হয়েছে ৬৬,৯৯৯ টাকা থেকে।

Vivo X80 Pro 5G

ভিভো এক্স৮০ প্রো ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিনে চলে। এই ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ২কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ক্যামেরার কথা বলতে গেলে, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে প্রাথমিক লেন্সটি ৫০-মেগাপিক্সেল স্যামসাং ISOCELL GNV সেন্সর।

দ্বিতীয় লেন্সটি ৪৮-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সনি আইএমএক্স ৫৯৮ সেন্সর। তৃতীয় লেন্সটি ৮-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। সেলফির জন্য Vivo X80 Pro 5G-তে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সমর্থন করে। এছাড়াও এতে পাওয়া যাবে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। এই ফোনের দাম শুরু হয়েছে ৭৯,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy S22 Ultra

এই বছরের ফেব্রুয়ারিতে স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে গ্যালাক্সি এস সিরিজ লঞ্চ হয়। এই সিরিজের অধীনে, স্যামসাং গ্যালাক্সি এস ২২, গ্যালাক্সি এস ২২+ এবং গ্যালাক্সি এস ২২ আল্ট্রা স্মার্টফোনগুলি ভারতে আসে। এরমধ্যে আল্ট্রা মডেলে এস পেন সাপোর্ট করবে। এছাড়া স্যামসাং এস২২ আল্ট্রা একটি ৫জি ফোন এবং এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।

Samsung Galaxy S22 Ultra-তে চারটি রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি লেন্স ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, দ্বিতীয় লেন্সটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, তৃতীয় লেন্সটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো। চতুর্থ লেন্সটি ১০x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। ক্যামেরার সঙ্গে স্পেস জুমও সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৪,৮০০ টাকা।

iPhone 14 Pro Max

আইফোন 14 প্রো ম্যাক্সে ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে উপস্থিত, যা ২০০০ নিটস ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এতে ব্যবহার করা হয়েছে এ১৬ বায়োনিক প্রসেসর রয়েছে, যা সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন প্রসেসর। এটি ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যাবে

iPhone 14 Pro Max এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রাথমিক লেন্সটি ৪৮ মেগাপিক্সেল, যার অ্যাপারচার এফ/ ১.৭৮। এর সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া যায়। দ্বিতীয় লেন্সটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি ১২ মেগাপিক্সেল টেলিফটো। এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর দাম শুরু হয়েছে ১,৩৯,৯৯৯ টাকা থেকে।

Show Full Article
Next Story