Moto AI Open Beta: Motorola ফোনে এবার গুচ্ছের এআই ফিচার, কোন কোন মডেলে পাওয়া যাবে জানুন

চলে এল Moto AI Beta Open প্রোগ্রাম। বাড়তে থাকা এআই ফিচারের চাহিদাকে মাথায় রেখে এই প্রোগ্রাম এনেছে মোটোরোলা। সংস্থার কোন কোন স্মার্টফোনের মটো এআই পাওয়া যাবে জানুন।

Suvrodeep Chakraborty 29 Nov 2024 7:01 PM IST

Highlights

Moto AI Open Beta প্রোগ্রামটি বর্তমানে Motorola Razr 50 Ultra, Razr 50 এবং Edge 50 Ultra স্মার্টফোনের জন্য উপলব্ধ

রেজিস্ট্রেশন হয়ে গেলে ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মোটো এআই অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

মোটো এআই ওপেন-এ তিনটি ফিচার উল্লেখযোগ্য - ক্যাচ মি আপ, পে অ্যাটেনশন ও রিমেম্বার দিস

Moto AI Open Beta: মোটো এআই ওপেন বিটা প্রোগ্রাম চালু করল মোটোরোলা। এবার সংস্থার স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে এআই ফিচার্। দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলবে ফিচারগুলি। পাশাপাশি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হবে ব্যবহারকারীদের। কল, মেসেজ এবং নোটস পরিচালনা করার কাজ কাজ করবে এই মোটো এআই ওপেন। তবে এটি এখনই সব ফোনে পাওয়া যাবে না। ধাপে ধাপে ফিচারটি লঞ্চ করা হচ্ছে।

Moto AI Open Beta: এই ফোনগুলিতে পাওয়া যাবে আপডেট

বিটা প্রোগ্রামটি বর্তমানে Motorola Razr 50 Ultra, Razr 50 এবং Edge 50 Ultra স্মার্টফোনের জন্য উপলব্ধ। ধীরে ধীরে বাকি স্মার্টফোনগুলিতে আসবে এই আপডেট। বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্রোগ্রামটির সুবিধা নিতে পারেন। ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষার সাপোর্ট রয়েছে এই প্রোগ্রামে। যে সব মডেল বিটা প্রোগ্রামের জন্য যোগ্য সেই স্মার্টফোনগুলিতে সরাসরি নোটিফিকেশন যাবে। আগ্রহী ব্যবহারকারীরা মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ম্যানুয়াল রেজিস্ট্রেশনও করতে পারেন।

Moto AI Open Beta পোগ্রামের জন্য রেজিস্ট্রেশন ও ফিচার

একবার রেজিস্ট্রেশন হলে, ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মোটো এআই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তারপর হোম স্ক্রিন থেকে সোয়াইপ করে এই বৈশিষ্ট্যগুলি চালু করতে হবে। মোটো এআই ওপেন-এ তিনটি ফিচার উল্লেখযোগ্য। প্রথম ক্যাচ মি আপ। এটির মাধ্যমে মেসেজ ও কল আলাদা করে খুলতে হবে না। কল ও মেসেজের সারাংশ প্রদান করবে এআই।

দ্বিতীয় ফিচারটি হল পে অ্যাটেনশন। এই ফিচারে অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ফোন কলের কথোপকথন সংক্ষিপ্ত আকারে হাজির করবে এআই। মিটিং বা মাল্টিটাস্কিংয়ের সময় কার্যকর হতে পারে পে অ্যাটেনশন ফিচার। তৃতীয় ফিচারটি হল রিমেম্বার দিস। যা ব্যবহারকারীদের স্ক্রিনশট, নোট এবং ফটোগুলি থেকে তথ্য সংরক্ষণ ও সংগঠিত করতে সাহায্য করবে।

Show Full Article
Next Story