১৭০০০ টাকা ছাড়ে Motorola-র জনপ্রিয় দুই স্মার্টফোন, কালই শেষ Moto Days Sale, চটপট অর্ডার করুন

Amazon-এ শুরু হয়েছে Moto Days Sale, যা চলবে আগামী ২৫শে আগস্ট পর্যন্ত। আর এই সেলে Motorola-র গত মাসে লঞ্চ হওয়া Moto...
techgup 24 Aug 2023 12:00 PM IST

Amazon-এ শুরু হয়েছে Moto Days Sale, যা চলবে আগামী ২৫শে আগস্ট পর্যন্ত। আর এই সেলে Motorola-র গত মাসে লঞ্চ হওয়া Moto Razr 40 সিরিজের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে দারুন ছাড় এবং আকর্ষণীয় অফার। তাই আপনি যদি Motorola-র Moto Razr 40 বা Moto Razr 40 Ultra কিনতে চান তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। কারণ আমরা এই প্রতিবেদনে Motorola-র Moto Razr 40 সিরিজের বর্তমান দাম নিয়ে আলোচনা করবো।

Moto Razr 40 বা Moto Razr 40 Ultra এর উপর ডিসকাউন্ট ও অফার

মোটো রেজর ৪০ এবং মোটো রেজর ৪০ আলট্রা হলো কোম্পানির লেটেস্ট ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন। আর মোটো ডেজ সেলে কোম্পানি মোটো রেজর সিরিজের স্মার্টফোনে দিচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মোটো রেজর ৪০ এবং মোটো রেজর ৪০ আলট্রা যথাক্রমে ৫,০০০ টাকা এবং ৭,০০০ টাকা ছাড়ে কেনা যাবে। আবার অ্যামাজন এই দুটি ফোনের উপর অতিরিক্ত ২০০০ টাকার এক্সট্রা ডিসকাউন্ট কুপনও অফার করছে।

Moto Razr 40 Ultra এর স্পেসিফিকেশন

মোটোরোলার এই স্মার্টফোনে ৬.৯ ইঞ্চির ফ্লেক্সিবল ভিউ পোলারাইজড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১০বিট প্যানেল, ফুল এইচডি প্লাস (২৬৪০×১০৮০ পিক্সেল) রেজোলিউশন, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সহ ১৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আর এর অ্যাসপেক্ট রেশিও ২২:৯। ফোনটির কভার ডিসপ্লেতে ৩.৩ ইঞ্চি কুইক ভিউ পোলারাইজড ডিসপ্লে উপস্থিত, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১১০০ নিটস। এছাড়াও, কভার ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস উপস্থিত। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ দ্বারা চালিত এই ডিভাইসে পাওয়া যাবে ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সুবিধা। এছাড়াও ডিভাইসটিতে আছে ডলবি অ্যাটমসের সাথে একটি স্টেরিও স্পিকার।

ফটোগ্রাফির অভিজ্ঞতা উন্নত করার জন্য এই ফোনে এফ/১.৫ অ্যাপরচর ও ওআইএস এর সাথে একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ম্যাক্রো শট সাপোর্টের সাথে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও, সেলফি তোলার জন্য ফোল্ডিং ডিসপ্লের উপর একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৩৮০০ এমএএইচ ব্যাটারি, যা ইউএসবি টাইপ সি পোর্ট সহ ৩৩ ওয়াট ফার্স্ট চার্জিং ও ৫০০ ওয়াট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই ফোনে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Show Full Article
Next Story